শরীর ভালো নেই মেগাস্টার অমিতাভ বচ্চনের। শারীরিক সমস্যার জেরে এবার অস্ত্রোপাচার করাতে হবে বিগ বি-কে। শনিবার গভীর রাতে লেখা ব্লগে এই খবর জানিয়েছেন শাহেনশা। ৭৮ বছর বয়সী অভিনেতা লেখেন- ‘মেডিক্যাল কনডিশন…. সার্জারি… লিখতে পারছি না’।
বিগ বি-র এই কয়েকটি লাইন ঘিরেই উদ্বিগ্ন ভক্তরা। কী কারণে সার্জারি হবে অমিতাভের ব্লগ থেকে তাও স্পষ্ট নয়। তবে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর গুণমুগ্ধ ভক্তরা। ‘গেট ওয়েল সুন’ বার্তায় ভরে যাচ্ছে বর্ষীয়ান অভিনেতার টুইটারের দেওয়াল।
শনিবার রাতে টুইটারেও অমিতাভ নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লেখেন, ‘কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেললে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটাই। কালকেই জানতে পারব সেটা কেমন'।
এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কোনও সদস্য অমিতাভারে শারীরিক পরিস্থতি নিয়ে মুখ খোলেননি। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে করোনা আক্রান্ত হন তারকা। এরপর প্রায় দীর্ঘ ২২ দিন নানাবতী হাসাপাতালে কাটিয়েছেন বিগ বি। তবে করোনাকে হারিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। বাড়ি ফেরবার কয়েক সপ্তাহ পর থেকেই যোগ দিয়েছিলেন কৌন বনেগা ক্রোড়পতির শ্যুটিংয়ে।
শরীর ভালো নেই, তবে অমিতাভের হাতে কিন্তু কাজের অভাব নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভের আসন্ন ছবি ‘চেহরে’র পোস্টার। সম্প্রতি ‘মিডডে’ ছবির শ্যুটিং সারছিলেন তিনি।