অনেক বর্ষীয়ান অভিনেতাই নিজেকে দূরে রাখেন সোশ্যাল মিডিয়া থেকে। যদিও তেমনটা একেবারেই নয় অমিতাভ বচ্চনের ক্ষেত্রে। প্রবীণ অভিনেতা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন , যা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (AI) দিয়ে তৈরি। অমিতাভকে এই ফোটোতে অনেকটাই তরুণ লাগছিল। ক্যাপশনে লিখলেন, ‘এআই জিন্দাবাদ’!
অমিতাভের এই পোস্টে কমেন্ট করে একজন লিখলেন, ‘স্যার আপনি এমনিতে এর থেকে সুন্দর দেখতে।’ আরেকজন লিখলেন, ‘দেখে মনে হচ্ছে যেন কোনও আঁকা ছবি।’
এআই দ্বারা তৈরি ছবিখানা নিজের ব্লগেও ভাগ করে নিয়েছেন। ‘রাত ভোর প্রচেষ্টা। এখনও চেষ্টা চলছে। না এটা ঠিক নয়। জলদি শুতে যাও ব্লগমাসেত্রা। কাল ভোরে কেবিসির কল টাইম আছে।’
খুব জলদিই অমিতাভকে দেখা যাবে রজনীকান্তের সঙ্গে থ্যালাইভি ১৭০-তে। ৩৩ বছর পর পুনরায় দুজন কাজ করবেন একই সিনেমায়। শ্যুটের প্রথম দিনে ম্যাগনিফাইং গ্লাসে নিয়ে তোলা ফোটো শেয়ার করে লেখেন, ‘এই মুহূর্তটাকে ম্যাগনিফাই করার চেষ্টা করছি। ৩৩ বছর পরে থ্যালাইভারের সঙ্গে। রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শ্যুট।’
আরও পড়ুন: জয়া-রেখা নন! যার হাতে চড় খেয়েছিলেন, সেই নায়িকার অন্ধ ভক্ত অমিতাভ
‘থালাইভার ১৭০’ (ছবির ওয়ার্কিং টাইটেল)-এর মুম্বই শিডিউল ইতিমধ্যেই শেষ, জানিয়েছে প্রযোজনা সংস্থা। দেয় একটি ছবিও। দেখা যায়, মোবাইল ফোন নিয়ে মশগুল অমিতাভ, কোনও অফিসের প্রেক্ষাপটে চেয়ারে বসে রয়েছেন তিনি। পিছনে দাঁড়িয়ে অমিতাভের হাতের মুঠোফোনে নজর থালাইভার।
ছবির ক্যাপশনে লেখা- ‘যখন থালাইভার ১৭০-এর সেটে সুপারস্টার ও শাহেনশার সাক্ষাৎ হয়। স্ক্রিনে এই জুটির রিইউনিয়ন ৩৩ বছর পর। নিঃসন্দেহে থালাইভার ১৭০ বিনোজনের ডবল ডোজ নিয়ে হাজির হবে। একদিকে অমিতাভ, অন্যদিকে রজনীকান্ত…. মুম্বই শিডিউল শেষ হল’।
এছাড়াও অমিতাভকে জলদিই দেখা যাবে কলকি (Kalki 2898 AD) সিনেমায়, যাতে রয়েছেন প্রভাস আর দীপিকা পাড়ুকোন।
আপাতত কেবিসির শ্যুট নিয়েও বড় ব্যস্ত রয়েছেন বিগ বি। কদিন আগে ৮১ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার। যদিও কাজ করে যাচ্ছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে। সোম থেকে শুক্রবার পর্যন্ত, রাত ৯টায় সোনি টিভিতে সম্প্রচারিত হয় কৌন বনেগা ক্রোড়পতি। সোনি লিভ অ্যাপে যে কোনও সময় দেখা যায় এই গেম শো।