গত বুধবার অভিষেক বচ্চন ৪৯ বছর বয়সে পদার্পণ করলেন। অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন, সকলেই অভিষেককে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে অমিতাভের পোস্ট করা একটি ছবি দেখে রীতিমতো আবেগ তাড়িত হয়ে পড়লেন সকলে। অভিষেকের জন্মের প্রথম দিনের ছবি পোস্ট করতে দেখা গেল মিস্টার বচ্চনকে।
১৯৭৬ সালে অভিষেকের জন্মের পর অমিতাভ যখন প্রথম অভিষেককে দেখতে যান, ঠিক তখনই জনৈক কোনও ব্যক্তি অমিতাভের ছবি তুলেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে প্রসূতি ওয়ার্ডে সদ্যোজাত অভিষেককে দেখানো হচ্ছে পরিবারের সকলকে। অমিতাভ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন নার্স এবং পরিবারের কিছু মানুষ।
ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, অভিষেক ৪৯ বছরে পদার্পণ করল। ১৯৭৯, ৫ ফেব্রুয়ারি, সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। কখনও কখনও অনেক কিছু ভাগ করে নেওয়ার ইচ্ছে থাকে, যা কিছু স্পেশাল দিনেই সম্ভব। তাই..., এটি এমন একটি সময় যাকে তুমি মনে মনে লালন কর। ভীষণ ভীষণ স্পেশাল একটা মুহূর্ত।
অভিষেকের জন্মের ঠিক দু বছর আগে শ্বেতার জন্ম হয়েছিল। অমিতাভ দুই সন্তানকে সময় দিতে না পারলেও ছেলেমেয়েদের সবসময় সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অন্যদিকে সন্তানদের মানুষ করার জন্য নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে একা হাতে সংসার সামলেছেন জয়া বচ্চন।
আরও পড়ুন: ভাইয়ের প্রিওয়েডিংয়ে নীল লেহেঙ্গায় বরের সঙ্গে হাজির প্রিয়াঙ্কা, কী পরেছিলেন নিক?
আরও পড়ুন: 'নিজেকে সিরিয়াসলি নিও না', হঠাৎ কেন এমনটা বললেন ইমন?
প্রসঙ্গত, ২০০০ সালের ‘রিফিউজি’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। দীর্ঘ ২৫ বছরে একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন সকলকে। বাবার মতো জনপ্রিয় হতে না পারলেও অভিষেক সবসময় চেষ্টা করেছেন সকলের মন জয় করে নেওয়ার। গত বছর ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিষেক।