৮৬ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানালেন শিল্পপতি রতন টাটা। ২০২৪ সালের ৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রতনের মৃত্যু আঘাত এনেছিল গোটা দেশের মানুষের মনে। বিভিন্ন ক্ষেত্রের তারকারা থেকে সাধারণ মানুষ, সকলেরই মন এখনও ভারাক্রান্ত। সম্প্রতি রতন টাটাকে স্মরণ করলেন অমিতাভ বচ্চন। তার শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে তিনি শিল্পপতির কথা স্মরণ করেছিলেন এবং কীভাবে ব্যবসায়ী তার কাছ থেকে একবার টাকা ধার করেছিলেন তার গল্প বর্ণনা করেছিলেন।
'কেবিসি'-র সর্বশেষ পর্বে দেখা যাবে ফারাহ খান ও বোমান ইরানিকে। আর তাঁদের সঙ্গে কথা প্রসঙ্গেই রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় অমিতাভকে। অবশ্য এর আগেও তিনি নিজের কুইজ শো থেকে রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: ‘অরিজিৎ একদম ঠিক বলেছিল’! মঞ্চে তেড়ে এল ভক্ত, গান গাওয়া না থামিয়ে এসব করলেন সোনু, ভাইরাল ভিডিয়ো
রতন টাটা প্রসঙ্গে অমিতাভ বচ্চন যা বললেন:
রতন টাটা সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন যে, তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। হৃদয় ছিল পবিত্র। আর একেবারে মাটি্র মানুষ। বিগ বিকে বলতে শোনা গেল, ‘আমি বলে বোঝাতে পারব না তিনি কেমন মানুষ ছিলেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন।’
এরপরই অমিতাভ জানালেন একবার ফ্লাইটে দেখা হয়েছিল বিগ বি ও রতন টাটার। দুজনে একই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। তারা একসঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দর নেমে দেখা যায় রতন টাটাকে নিতে আসা লোকজন চলে গেছে। এমতাবস্থায় অমিতাভ দেখেন পাবলিক টলিফোন বুথে গিয়ে কাওকে ফোন করছেন শিল্পপতি।
এরপরের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বললেন, ‘কিছুক্ষণ পর আমার কাছে এসে জিজ্ঞেস করল, অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নেই। অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ওইদিন প্রথমে টাটাকে চিনতেই পারেননি তিনি। সেদিন শিখেছিলেন যে, একজন ব্যক্তির বিনয়ী হওয়া উচিত।’
প্রসঙ্গত, রতন টাটার মৃত্যুর কথা সামনে আসার পর অমিতাভ সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আজ একটি যুগের অবসান হয়েছে। তাঁর নম্রতা, তাঁর মনোভাব এবং কঠোর পরিশ্রম সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। খুব দুঃখজনক। আমার প্রার্থনা।’
প্রসঙ্গত, রতন টাটার উইল সামনে এসেছে কিছুদিন আগে। যেখান থেকে জানা যায়, তাঁর সম্পদ ১০ হাজার কোটি টাকা।