সপ্তাহের মাঝামাঝি হঠাতই ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন অমিতাভ বচ্চন। স্কুল জীবনে তিনি যে স্কাউট করতেন সেই কথাই এদিন মনে করলেন তিনি। পোস্ট করলেন একাধিক ছবিও। জানালেন সেই সময় কী কী শিক্ষা পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ছবির যুবকটি কিন্তু বর্তমানে টলিউডের খ্যাতনামা অভিনেতা, আবার গায়কও বটে, চিনতে পারছেন?
নতুন পোস্টে কী লিখলেন অমিতাভ বচ্চন?
আজ বিশ্ব স্কাউট দিবস। আর সেই বিশেষ দিনে নিজের ছোটবেলার স্মৃতি মনে করলেন অমিতাভ বচ্চন। এই বিষয়ে বলে রাখা ভালো, অমিতাভ বচ্চন এমন একটি স্কাউট গ্রুপের সদস্য ছিলেন যেটা ১৯৫৪ সালে এলাহাবাদ জেলার ইন্টার ট্রুপ চ্যালেঞ্জ শিল্ড জয় করেছেন। আর সেই জয়ের মুহূর্তের একটি গ্রুপ ছবিই এদিন তিনি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে তাঁর সহপাঠীদের দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তিনি নিজেকে জুম করে দেখিয়েছেন।
এদিন এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'সেই সুন্দর সোনালি বয়েজ স্কাউটের দিনগুলো। সেই বিশেষ স্কার্ফ, সেই ব্যাজ, সেই বিশেষ স্যালুট। বেডেন পাওয়েল প্রতিষ্ঠাতা ছিলেন। আর সেই সময় শেখা শিক্ষাগুলো আজও অভ্যাস করে চলেছি।'
অমিতাভ বচ্চন যে এদিন কেবল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেটাই নয়, ব্লগেও লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন ১ অগস্ট বিশ্ব স্কাউট ডে হিসেবে পালিত হয়। জানিয়েছেন তিনি যখন স্কাউট শিখতেন সেই সময়ের অভিজ্ঞতার কথাও।
প্রসঙ্গত অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি অশ্বত্থামার চরিত্রে ধরা দিয়েছিলেন। অন্যান্য চরিত্রে ছিলেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে এই ছবিটি।