এতদিন লোকে বলত, বউমা ঐশ্বর্যর জীবন অতিষ্ট করে তুলেছেন জয়া বচ্চন। তবে এবার অমিতাভ বচ্চন এমন কিছু করে বসল, যা দেখে রীতিমতো চোখ কপালে অভিনেত্রীদের ভক্তদের। ‘অমানবিক’ আখ্যা দিয়ে রীতিমতো ট্রোল হলেন বর্ষীয়ান অভিনেতা।
অমিতাভের উপর খচে লাল ঐশ্বর্যর ভক্তরা:
২৭ মে, অমিতাভ একটি পোস্ট রি-টুইট করেছেন, যা আসলে অভিষেকের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল। আর সেটি ছিল আইকনিক কাজরা রে কাজরা রে গানটি নিয়ে। অমিতাভ সেটি শেয়ার করে লেখেন, ‘গানটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে এটি এখনও মনোযোগ এবং ভালবাসা পায়। এবং এই গানের সেরা মুহূর্ত আমার কাছে ভাইয়ু, যখন আমি আর তুমি এটা মঞ্চে লাইভ পারফর্ম করেছিলাম।’
আরও পড়ুন: ‘ম্যায় হু না’ ছবিতে সুনীল শেট্টির চরিত্রটি আসলে করার কথা ছিল এই অভিনেতার, ফাঁস করলেন ফারহা
আর এতেই চটল নেটপাড়ার বড় একটা অংশ। একজন লেখেন, ‘বলতে খারাপ লাগছে, আপনি আর অভিষেক ছিলেন এই গানে শুধুই সাপোর্টিং অ্যাক্টর। আসল আকর্ষণ ছিল ঐশ্বর্যই।’ আরেকজন লেখেন, ‘তবে এর জনপ্রিয়তার কৃতিত্ব আপনার নয়, ঐশ্বর্য রায়ের। কারণ আমি বিশ্বাস করি যে আপনি যদি একা সেখানে থাকতেন তবে এটি এত জনপ্রিয় হত না। ঐশ্বর্যর কারণে এটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল।’ তৃতীয়জন লেখেন, ‘এই গানটিতে ঐশ্বর্যও ছিলেন। এমনকী @জুনিয়রবাচ্চন-ও ভুলে গেলেন তাঁকে ট্যাগ করতে। আপনি এবং আপনার পরিবার তাঁকে কীভাবে সরিয়ে রাখছেন, তা দেখে দুঃখ হয়। তিনি এত প্রতিভাবান।’
আরও পড়ুন: মালাইকার হবু বউমা রাশা দারুণ সুন্দরী! আরহানের পোস্টে মন্তব্য করে এল নজরে, দেখুন
বচ্চন বাড়ির ঝামেলা:
গত বছরের শেষের দিক থেকেই অমিতাভ বচ্চনের বাড়িতে ভাঙনের খবর আসতে শুরু করে। শোনা যেতে থাকে, ঐশ্বর্য ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছেন শ্বশুরবাড়ি। থাকছেন মায়ের সঙ্গে। এখানেই শেষ নয়, বচ্চন পরিবারের এক সূত্র দাবি করে যে, ঐশ্বর্যর সমস্যা মূলত জয়া ও অমিতাভ কন্যা শ্বেতার সঙ্গে। যবে থেকে শ্বেতা নন্দা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে মা-বাবার সঙ্গে থাকতে চলে এসেছে, তবে থেকেই সমস্যা শুরু।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির বন্ধুরা ফোন করে…’ মিশমির সঙ্গে প্রেম-গুজবে স্পষ্ট জবাব রণজয়ের
এখানেই শেষ নয়, অমিতাভ তাঁর প্রতীক্ষা বাংলোটি মেয়ের নামে লিখে দিয়েছেন, সেই ডকুমেন্টসও এসেছে সামনে। একাংশের দাবি, শ্বেতা আর তাঁর স্বামী নিখিল নন্দা আলাদা হয়েছেন, সেই খবরও সামনে আসতে দিতে চায় না বচ্চনরা। কিছুদিন আগে ছিল শ্বেতার জন্মদিন ধুমধাম করে পালন করে পরিবার, সেদিনও ছিলেন না বউমা ঐশ্বর্য। অমিতাভও কি এসব নিয়ে মনে মনে ঐশ্বর্যর ওপরেই অখুশি?