ছেলের সব থেকে বড় ক্রিটিক এবং একই সঙ্গে উৎসাহদাতা যে অমিতাভ বচ্চন নিজেই সেটা আবারও প্রমাণ করলেন তিনি। কিন্তু ভাবছেন অভিষেক কী এমন করলেন যে তাঁর জয়ে এতটা গর্ববোধ করছেন অমিতাভ? আসলে অভিষেক বচ্চনের দল প্রো কাবাডি লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। সেই কারণেই বিগ বি ছেলের প্রশংসা করেন। সকলের সামনে দেখিয়ে দেন তাঁর ছেলেরও গুণ আছে। আসলে মাঝেমধ্যেই অভিষেক বচ্চনের উদ্দেশে স্বজনপোষণ নিয়ে তোপ দাগা হয়ে থাকে। এবার সেটার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা, নিন্দা করেন গোটা বিষয়টা এবং বলেন তাঁর ছেলেকে হামেশাই অকারণে এই বিষয়ের শিকার বানানো হয়ে থাকে।
পরিচালক কুকি গুলাটি অভিষেককে শুভেচ্ছা জানান প্রো কাবাডি লীগ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। অভিষেকের দল জয়পুর পিঙ্ক প্যান্থার এই চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে। অমিতাভ বচ্চন কুকি গুলাটির সেই পোস্ট রিটুইট করে লেখেন, 'তুমি তোমার সংকল্পকে হারাতে বা বিপথে চালিত হতে দাওনি। স্বজনপোষণ, পক্ষপাতিত্ব নিয়ে নানা খারাপ কথা সহ্য করেছ, আর নিঃশব্দে নিজের কাজ করে জয় হাসিল করেছ। তুমি একজন প্রকৃত চ্যাম্পিয়ন অভিষেক। আর তুমি সবসময় একজন চ্যাম্পিয়ন থাকবে।'
দীর্ঘ ৯ বছর পর জয়পুর পিঙ্ক প্যান্থার এই খেতাব জয় করল। পুনেরি পল্টনকে ফাইনাল ম্যাচে হারিয়ে এই নিয়ে দ্বিতীয় বার জয়পুর পিঙ্ক প্যান্থার এই খেতাব জয় করল। এদিন মাঠে অভিষেকের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং কন্যা আরাধ্যা বচ্চন উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে তাঁদের দলকে উৎসাহ জুগিয়েছেন।
দল জেতার পর অভিষেক সেটা নিয়ে টুইট করেন। তিনি লেখেন, 'এই দলটাকে নিয়ে সত্যি গর্ব হয়। তাঁরা নিঃশব্দে এই কাপ জয়ের লক্ষ্যে এগিয়ে গিয়েছে। নানা কটাক্ষ, সমালোচনা সহ্য করেও ওরা লক্ষ্যে অবিচল থেকেছে। সকলে ওদের উপর থেকে আশা হারালেও ওরা কনফিডেন্স হারায়নি। ৯ বছর লেগে গেল এই কাপটা ফের জেতার জন্য।'
অভিষেক বচ্চনকে শেষবার ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ ২’তে দেখা গিয়েছে। এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তাঁর সঙ্গে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিত সাধ, নিত্য মেনন, সাইয়ামি খের, ইভানা কৌর, নবীন কাস্তুরিয়া, প্রমুখকে।