বাংলা নিউজ > বায়োস্কোপ > পক্ষপাতদুষ্টরা হেয় করেছে, কিন্তু তুমি জয়ী ছিলে, থাকবে, ছেলেকে বার্তা অমিতাভের

পক্ষপাতদুষ্টরা হেয় করেছে, কিন্তু তুমি জয়ী ছিলে, থাকবে, ছেলেকে বার্তা অমিতাভের

অভিষেকের জয়ে কী লিখলেন অমিতাভ

Amitabh Bachchan on Abhishek's achivement: ছেলের জয়ে উচ্ছ্বসিত বিগ বি। সকলের সামনেই প্রশংসা করলেন অভিষেকের। কিন্তু কী এমন করলেন অভিষেক যার জন্য গর্ববোধ করছেন অমিতাভ?

ছেলের সব থেকে বড় ক্রিটিক এবং একই সঙ্গে উৎসাহদাতা যে অমিতাভ বচ্চন নিজেই সেটা আবারও প্রমাণ করলেন তিনি। কিন্তু ভাবছেন অভিষেক কী এমন করলেন যে তাঁর জয়ে এতটা গর্ববোধ করছেন অমিতাভ? আসলে অভিষেক বচ্চনের দল প্রো কাবাডি লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। সেই কারণেই বিগ বি ছেলের প্রশংসা করেন। সকলের সামনে দেখিয়ে দেন তাঁর ছেলেরও গুণ আছে। আসলে মাঝেমধ্যেই অভিষেক বচ্চনের উদ্দেশে স্বজনপোষণ নিয়ে তোপ দাগা হয়ে থাকে। এবার সেটার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা, নিন্দা করেন গোটা বিষয়টা এবং বলেন তাঁর ছেলেকে হামেশাই অকারণে এই বিষয়ের শিকার বানানো হয়ে থাকে।

পরিচালক কুকি গুলাটি অভিষেককে শুভেচ্ছা জানান প্রো কাবাডি লীগ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। অভিষেকের দল জয়পুর পিঙ্ক প্যান্থার এই চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে। অমিতাভ বচ্চন কুকি গুলাটির সেই পোস্ট রিটুইট করে লেখেন, 'তুমি তোমার সংকল্পকে হারাতে বা বিপথে চালিত হতে দাওনি। স্বজনপোষণ, পক্ষপাতিত্ব নিয়ে নানা খারাপ কথা সহ্য করেছ, আর নিঃশব্দে নিজের কাজ করে জয় হাসিল করেছ। তুমি একজন প্রকৃত চ্যাম্পিয়ন অভিষেক। আর তুমি সবসময় একজন চ্যাম্পিয়ন থাকবে।'

দীর্ঘ ৯ বছর পর জয়পুর পিঙ্ক প্যান্থার এই খেতাব জয় করল। পুনেরি পল্টনকে ফাইনাল ম্যাচে হারিয়ে এই নিয়ে দ্বিতীয় বার জয়পুর পিঙ্ক প্যান্থার এই খেতাব জয় করল। এদিন মাঠে অভিষেকের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং কন্যা আরাধ্যা বচ্চন উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে তাঁদের দলকে উৎসাহ জুগিয়েছেন।

দল জেতার পর অভিষেক সেটা নিয়ে টুইট করেন। তিনি লেখেন, 'এই দলটাকে নিয়ে সত্যি গর্ব হয়। তাঁরা নিঃশব্দে এই কাপ জয়ের লক্ষ্যে এগিয়ে গিয়েছে। নানা কটাক্ষ, সমালোচনা সহ্য করেও ওরা লক্ষ্যে অবিচল থেকেছে। সকলে ওদের উপর থেকে আশা হারালেও ওরা কনফিডেন্স হারায়নি। ৯ বছর লেগে গেল এই কাপটা ফের জেতার জন্য।'

অভিষেক বচ্চনকে শেষবার ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ ২’তে দেখা গিয়েছে। এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তাঁর সঙ্গে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিত সাধ, নিত্য মেনন, সাইয়ামি খের, ইভানা কৌর, নবীন কাস্তুরিয়া, প্রমুখকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রথম ইনিংসে ৫৫৬ করেও ইনিংসে হার! নিজেদের পুরনো লজ্জার রেকর্ড ভাঙল পাকিস্তান দল… রেগেমেগে তেড়ে এলেন কাজল! অষ্টমীর দিন মা দুর্গার সামনে কেন মেজাজ হারালেন নায়িকা? 'সেরা কিলার', মোদীতে বুঁদ ট্রাম্প, তবে ভোটে জিতলে ভারতকে চাপ দেওয়ার হুঁশিয়ারি ঠাকুর দেখে বাড়ি ফিরতে মধ্যরাত, থাপ্পড় খেয়ে 'মাকে কুপিয়ে আত্মঘাতী' তরুণী! রেখা বা জয়া নয়,এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ১১টি হিট সিনেমা উপহার দেন বিগ বি সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অর্জুন মাথুর, বিয়ের ছবি হল ভাইরাল প্রিয় বন্ধুকে শেষ বিদায়, রতন টাটার মরদেহবাহী গাড়ির সামনে বাইকে শান্তনু সৃজিতের ‘ব্যর্থতায়’ খারাপ হয়েছে টেক্কা, দাবি রাণা সরকারের! দেবকে ‘তেল’ মারলেন? ফ্রেশারদের জন্য সুখবর, ক্যম্পাসিং শুরু করল TCS, প্রথম ৬ মাসে নিয়োগ ১১০০০ জনকে বেছে নেওয়া হল রতনের উত্তরসূরী, টাটা ট্রাস্টের মাথায় বসলেন কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.