বয়স ৮০- কোঠায়, তবুও কাজের ক্ষেত্রে যে কোনও অষ্টাদশীকে হার মানাবেন অমিতাভ বচ্চন। নিত্যদিন তাঁর ব্যস্ত কাজের শিডিউড। তবে এত কাজের চাপের মাঝে স্ত্রী জয়া বচ্চনের ফোন আসলে তিনি কী করেন। সম্প্রতি এই বিষয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে মুখ খুলেছেন বিগ বি।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র হটসিটে ছিলেন প্রতিযোগী ভূপেন্দ্র চৌধুরী। শো-এর মাঝে প্রায়শই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গল্প আড্ডায় মেতে ওঠেন বিগ বি। ভূপেন্দ্র পেশায় গুজরাটের একটি এনজিওর প্রোগ্রাম এক্সিকিউটিভ। জানিয়েছেন, স্ত্রীর ফোন কলগুলির জন্য একটি ভিন্ন রিং টোন সেট করে রেখেছেন তিনি।
প্রতিযোগী ভূপেন্দ্র চৌধুরীর মুখে একথা শুনে অমিতাভ বচ্চনের মন্তব্য, ‘এটা শুধু আপনার একার সমস্যা নয়। যত পুরুষ রয়েছে, সকলের একই সমস্যা। ওদিক থেকে ফোন আসলে, যদি না তুলি, তাহলে হল কাজ।’
আরও পড়ুন: ক্রিসমাসের জন্য সেজে উঠেছে বিদেশের বাড়ি, মেয়েকে নিয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
ভূপেন্দ্র অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি জয়ার কল মিস দেখলে কী করেন। আর যদি তিন-চারটে মিসকল আসে, তাহলে? বিগ বি বলে ওঠেন, ‘আসলে কী বলব স্যার, স্ত্রীদের ধারনাই নেই যে পুরুষেরা কাজ করছে, ব্যস্ত আছে। কোনও তো কারণ আছে, যে জন্য আমরা ফোন তুলছি না ওদের। তবে আপনি এমন পরিস্থিতিতে পড়বেন, যে আপনাকে ফোন তুলতেই হবে।’
অমিতাভ বলেছিলেন, সেক্ষেত্রে সমাধান রয়েছে। তবে সমাধানের কথা বলতে গিয়েও হেসে ফেলেছেন বিগ বি। অভিনেতা বলেছেন, ‘এর একটাই উপায়, নিজের কোনও কলিগকে বা সেক্রেটারিকে বলে দিতে হবে, এই নম্বরে ফোন আসলে তুলতে হবে। আর স্ত্রীকে জানিয়ে রাখতে হবে, আমার খোঁজ নিতে চাইলে এর থেকেও পেয়ে যাবে কারণ আমি ব্যস্ত থাকতে পারি। তবে এর উপরেও অনেক ছরি ঘুরতে পারে, এখন সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে আপনার সঙ্গে কথা বলার জন্য-এমন কথা উঠতে পারে।' অমিতাভের কথা শুনে হো হো করে হেসে ফেলেন সকলে।