বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পরই অমিতাভের পোস্ট! কী লিখলেন বিগ বি?

Amitabh-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পরই অমিতাভের পোস্ট! কী লিখলেন বিগ বি?

অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই

অমিতাভ বচ্চন তার পুত্রবধূ ঐশ্বর্য রাই SIIMA 2024- এ জয়ী হওয়ার পরপরই এক্স (পূর্বে ট্যুইটার)-এ একটি পোস্ট করেছিলেন। তবে, তাঁর পোস্টটি ঐশ্বর্য রাইয়ের জয়ের বিষয়ে ছিল না।

ঐশ্বর্য অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তার মাঝেই অমিতাভ বচ্চন তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই SIIMA 2024- এ জয়ী হওয়ার পরপরই এক্স (পূর্বে ট্যুইটার)-এ একটি পোস্ট করেছেন। কী ভাবছেন ঐশ্বর্যকে নিয়ে পোস্ট? তবে কী সব স্বাভাবিক আছে? পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা তা জানা না থাকলেও অমিতাভের পোস্টটি মোটেই ঐশ্বর্য রাইয়ের জয়ের বিষয়ে ছিল না। সোমবার, তিনি নিজের সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন, বলেছেন যে তিনি কাজে ফিরছেন। তবে ইতিমধ্যে একটু দেরী হয়ে গিয়েছে।

অমিতাভ বচ্চন পোস্ট করে লিখেছেন, ‘টি ৫১৩৫ কাজে দেরি হচ্ছে, তাই তাড়াহুড়ো করতে হচ্ছে এবার।’ তিনি একটি ব্লগ পোস্টও শেয়ার করেছেন, সেখানে লিখেছেন, রবিবার ভক্তদের সঙ্গে দেখা করা তাঁকে তাঁর সোমবারে শুরু আরও ভালো করতে সহায়তা করে। 

আরও পড়ুন: যেন অবিকল ঐশ্বর্য রাই বচ্চন! বিশ্বসুন্দরীর মতো করে কাকে সাজানো হল? ভিডিয়ো দেখলে চমকে যাবেন…

বিগ বি ভক্তদের একটি ভালো ও সুস্থ জীবনের জন্য তাঁদের ঘুমের সময় ঠিক করার পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সূর্য ওঠার পর আর শুয়ে থাকা উচিত নয়। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে, যাঁদের বুদ্ধি রয়েছে, যাঁরা নিজেকে ধনী বলে দাবি করেন তাঁরা এমনটাই করে থাকেন।’

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'! গল্পে কী চমক থাকবে? জানালেন অভিনেতা সোহম শাহ

কিন্তু এত কিছু বললেনও, অমিতাভ ঐশ্বর্যের জয়ের বিষয়ে কোনও মন্তব্য করেননি। অভিনেত্রীর ভক্ত এবং কন্যা আরাধ্যা তাঁর সাফল্য উদযাপন করছেন। ঐশ্বর্য SIIMA 2024- এ Ponniyin Selvan- এ শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচকদের বিচারে) পুরস্কার পেয়েছেন। ইভেন্টের ছবিগুলিতে, আরাধ্যাকে তাঁর মায়ের সম্পর্কে কথা বলতে দেখা গিয়েছে। সেই মুহূর্তের কিছু ছবিও প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: বাবার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে গরম পানীয়ে চুমুক সানির! ভিডিয়ো দেখে ববি বললেন…

প্রসঙ্গত, ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন ও বচ্চন পরিবার। এখনও, তাঁদের সম্পর্কের বিষয়ে জল্পনা চলছে, বিশেষ করে ঐশ্বর্য জুলাই মাসে একটি রেড কার্পেট ইভেন্টে একা অংশগ্রহণ করার পর এই জল্পনা আরও বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানা অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে রেড কার্পেটে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। আলাদা ভাবে বচ্চন পরিবারকে আসতে দেখা গিয়েছিল। স্ত্রী মেয়ে নয় পিরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। প্রায় ১৭ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ঐশ্বর্য ও অভিষেক। প্রকাশ্যে এই গুঞ্জন নিয়ে এখনও কেউ কিছু মন্তব্য করেনি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.