বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: 'কাছের মানুষ'-এর জন্য শুভেচ্ছা, প্রসেনজিৎকে ভালোবাসা জানালেন অমিতাভ

Amitabh Bachchan: 'কাছের মানুষ'-এর জন্য শুভেচ্ছা, প্রসেনজিৎকে ভালোবাসা জানালেন অমিতাভ

অমিতাভ শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ। 

Amitabh Bachchan on Kacher Manush: ২৬ অগস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর 'কাছের মানুষ'-এর ট্রেলার। গল্পের কেন্দ্রবিন্দুতে টলিউডের দুই তারকা। প্রসেনজিৎ এবং দেব। দু'জনের যুগলবন্দিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু।

এ যেন নিয়মের মতো। কখনওই তার অন্যথা হয় না। এ বারও হল না। টলিউডের 'জ্যেষ্ঠপুত্র'কে শুভেচ্ছা জানালেন বলিউডের 'শাহেনশা'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবির জন্য ফের টুইট করলেন অমিতাভ বচ্চন।

২৬ অগস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর 'কাছের মানুষ'-এর ট্রেলার। গল্পের কেন্দ্রবিন্দুতে টলিউডের দুই অন্যতম সফল তারকা। প্রসেনজিৎ এবং দেব। দু'জনের যুগলবন্দিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু। এ বার স্বয়ং অমিতাভের টুইট! কী লিখলেন তিনি? অভিনেতা লিখেছেন, 'বুম্বার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল'। একই সঙ্গে ছবির ট্রেলারটিও টুইট করেছেন তিনি।

মাস কয়েক আগেই প্রসেনজিতের 'আয় খুকু আয়'-এর জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ। একই ভাবে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর সময়ও প্রিয় বুম্বার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাক নাম) জন্য টুইট করেছিলেন অমিতাভ।

জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে লাভ-ক্ষতির অঙ্ক কষবে 'কাছের মানুষ'। বলবে সম্পর্কের টানাপড়েনের আখ্যান। দেব এবং প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

(আরও পড়ুন: নিজের ফায়দার জন্য দেবকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন প্রসেনজিৎ! প্রকাশ্যে 'কাছের মানুষ'-এর ঝলক)

কেরিয়ারের শুরু থেকেই বাণিজ্যিক ঘরানার ছবি করেছেন পথিকৃৎ। তবে এ বার চেনা ছক ভেঙেছেন টলিউডের এই তরুণ পরিচালক। অমিতাভের শুভেচ্ছাবার্তায় আপ্লুত তিনি। সেই টুইটের স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছেন, 'আমাদের কাছে সত্যিই এটা অনেক।'

(আরও পড়ুন: ‘কাছের মানুষ’ বুম্বাদা-কে জন্মদিনে বিশেষ উপহার দিতে চলেছেন প্রযোজক দেব)

গত বছর মহালয়ায় 'কাছের মানুষ'-এর ঘোষণা করা হয়েছিল। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার'-এ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ এবং দেব। ২০১৭ সালেও দেব প্রযোজিত 'ককপিট'-এ ক্যামিও চরিত্রে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল। পাঁচ বছর পর ফের একসঙ্গে তাঁরা। এই ছবির জন্য মুখিয়ে দর্শক।

বন্ধ করুন