কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর একটি নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে, একজন প্রতিযোগী অমিতাভ বচ্চনকে জানাচ্ছেন যে, অভিনেতার মতো চেহারার একটি লোকের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল তাঁর। আর বিগ বি আরও অবাক হন জানতে পেরে, তাঁর সেই হামসকলকে দেখে অনেকেই ভুল করেছিলেন অমিতাভ ভেবে-কার্যত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছিল সেদিনকে।
অমিতাভ বচ্চনের হামসসকলের গল্প বললেন কেবিসি প্রতিযোগী
প্রোমোতে হট সিটে বসা এক প্রতিযোগীকে অমিতাভ বচ্চনের হাসসকলের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা বর্ণনা করতে দেখা যায়। পেশায় গাড়ি বিক্রেতা এই প্রতিযোগী উপস্থাপককে বলেন, 'হুবহু আপনার মতো দেখতে এই ভদ্রলোক আমাদের শোরুমে এসেছিলেন। কাকতালীয়ভাবে আমিই তাকে গাড়িটি বিক্রি করেছিলাম। বাইরে প্রচণ্ড ট্র্যাফিক জ্যাম হয়ে গিয়েছিল, কারণ লোকেরা মনে করেছিল যে মিস্টার বচ্চন এখানে গাড়ি কিনতে এসেছেন। প্রচণ্ড ভিড় জমে গিয়েছিল। শোরুমের পুরো কর্মীরা অমিতাভের মতো দেখতে সেই ব্যক্তির সঙ্গে সেলফিও তোলেন।
আরও পড়ুন: কে হবেন মিস গীতা বিশ্বাস? শক্তিমান সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কে?
হতবাক অমিতাভের দিকে তাকিয়ে প্রতিযোগী বলে চলেন, ‘ওঁর সঙ্গে দেখা করে আমার মনে হয়েছিল আমি যেন সত্যিই আপনার সঙ্গে দেখা করছি, স্যার।’ অমিতাভ তখন মজা করে জবাব দিয়েছিলেন, ‘হামারে নাম সে না জানে কেয়া কেয়া হো রাহা হ্যায় (আমার নাম নিয়ে না জানি আর কী কী ঘটছে)’। যার ফলে প্রতিযোগী এবং দর্শকরা হাসতে শুরু করেছিলেন।
কেবিসি ১৬ সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রতি সপ্তাহের রাত ৯টায় প্রচারিত হয়। এপিসোডগুলি সোনিলিভে স্ট্রিম করার জন্যও উপলব্ধ।
আরও পড়ুন: ‘পুষ্পা-২’ ও 'গেম চেঞ্জার'-এর প্রিমিয়ারের পর কালনায় জোজোর অনুষ্ঠানে পদপিষ্ট ১০, আশঙ্কাজনক ২
অমিতাভ বচ্চনের সাম্প্রতিক কাজ
২০২৪ সালে দুটি হিট ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। তিনি প্রথম অভিনয় করেছিলেন নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি-তে। ছবিটি বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকা আয় করেছে এবং বছরের সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এরপর তাকে রজনীকান্ত অভিনীত ভেট্টাইয়াঁ সিনেমায় দেখা যায়, যেটি ছিল তার প্রথম তামিল চলচ্চিত্র। এটি বাণিজ্যিকভাবে যদিও সাফল্য পায়নি, ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি সিনো মাত্র ২৬০ কোটি টাকা আয় করেছিল।