বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: এখনও সুস্থ নন, ভাঙা পাঁজর নিয়েই জলসার বাইরে অনুরাগীদের কাছে ফিরলেন অমিতাভ

Amitabh Bachchan: এখনও সুস্থ নন, ভাঙা পাঁজর নিয়েই জলসার বাইরে অনুরাগীদের কাছে ফিরলেন অমিতাভ

অমিতাভ বচ্চন

রাস্তার অপরদিকে দাঁড়িয়ে থাকা বিপুল অনুরাগী তাঁকে দেখতে পান। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, আবার কখনও হাসি মুখে হাত জোর করেন। আশ্বাস দেন তিনি ঠিক আছেন। গত তিন সপ্তাহ নিজেকে জলসার ভিতরেই নিজেকে বন্দি রেখেছিলেন অমিতাভ বচ্চন। তাই অনুরাগীদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।

আর কতদিনই বা দূরে থাকা যায়! অসুস্থতা সত্ত্বেও অনুরাগীদের কাছ থেকে দূরে থাকতে পারলেন না অমিতাভ বচ্চন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার ‘জলসা’(অমিতাভের বাড়ি) বাইরে বের হয়ে এলেন বিগ বি অমিতাভ বচ্চন। দেখা করলেন অনুরাগীদের সঙ্গে।এদিন সাদা পাজামা-পাঞ্জাবিতে দেখা গেল বিগ-বি-কে। সঙ্গে পরেছিলে সাদা-কালো জ্যাকেট। কাঁধ থেকে চাদর দিয়ে ডান হাত ছিল বাঁধা। ডাক্তারের পরামর্শ মেনেই এভাবে চাদর দিয়ে বেঁধে রেখেছেন অমিতাভ। পায়ে ছিল স্নিকার্স জুতো।

রবিবার সকালে সিঁড়ি দিয়ে নেমে এসে উঠে দাঁড়ালেন টুলের উপর। যাতে রাস্তার অপরদিকে দাঁড়িয়ে থাকা বিপুল অনুরাগী তাঁকে দেখতে পান। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, আবার কখনও হাসি মুখে হাত জোর করেন। আশ্বাস দেন তিনি ঠিক আছেন। গত তিন সপ্তাহ নিজেকে জলসার ভিতরেই নিজেকে বন্দি রেখেছিলেন অমিতাভ বচ্চন। তাই অনুরাগীদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।

আরও পড়ুন-আকাঙ্খার থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন সমর সিং, ফেরত চেয়ে মেলে হুমকি ! দাবি কাকিমার

আরও পড়ুন-ঠাকুমার আদর খেতে ঐন্দ্রিলাকে নিয়ে দুর্গাপুরে অঙ্কুশ, খেলেন কব্জি ডুবিয়ে

<p>রবিবার জলসার বাইরে অমিতাভ</p>

রবিবার জলসার বাইরে অমিতাভ

<p>অনুরাগীদের কাছে নেমে এলেন অমিতাভ</p>

অনুরাগীদের কাছে নেমে এলেন অমিতাভ

বিগ বি লিখেছেন, ‘এটি এখনও অব্যাহত রয়েছে .. শুভাকাঙ্ক্ষীদের রবিবাসরীয় আশীর্বাদ, আর আপনাদের প্রতি আমার স্নেহ এবং কৃতজ্ঞতা। .. তাঁরা এখনও আসেন…’ অমিতাভ লিখেছেন, ‘আপাতত 'যম'-আমায় শ্বাস-প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে।…ওঁরা দল বেঁধে আসে এবং অপেক্ষা করে বৃদ্ধ, শিশু সহ অনেকেই। এত যত্ন এবং ভালবাসা … আরও প্রেম এবং তাঁদের চোখে  আরও অনেক কিছুর পেয়ে ধন্য। আঘাতগুলি ধীরে ধীরে সেরে উঠছে এবং আজ আশাকরি প্রচেষ্টায় ধীরে ধীরে ফিরে আসতে পারব। এই সুস্থতা শুভাকাঙ্খীদের দিকে হাত নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। শুভাকাঙ্ক্ষীর জীবন এবং নিঃশ্বাসই সর্বোচ্চ.. ওঁরা বাঁচে তাই আমি বাঁচি...।’

প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ আগে হায়দরাবাদে প্রোজেক্ট কে-র শ্যুট চলাকালীন পাঁজরে চোট পান সত্তোরার্ধ অমিতাভ বচ্চন। মার্চের শুরু থেকেই আপাতত বিশ্রামেই রয়েছেন বিগ বি। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে বিগ বি জানিয়েছেন বেশিরভাগটা সময় তাঁর শুয়েই কাটছে।  জানা যায়, পাঁজরের তরুণাস্থি ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচায় একটি পেশী ছিঁড়ে গিয়েছে। অমিতাভ বচ্চনের। তিনি  সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত শ্যুটিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রজেক্ট কে-এর নির্মাতারা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

লেডিজ় হস্টেলের জন্য কোনও নিরাপত্তারক্ষী বরাদ্দ করেনি সরকার: হাসপাতালের অধ্যক্ষ প্রাক্তন KKR তারকার কাঁধে ভারতীয় দলের দায়িত্ব, টিমে রয়েছে বাংলার দুই কিংবদন্তি অসুস্থতার নাটক করছে অনিকেত, CPIM-র নাটকবাজি না দেখতে ভরতি RG করে, দাবি কুণালের অনিকেত-স্নিগ্ধাদের সঙ্গে ৩ দিন অনশন বৃদ্ধার! মুগ্ধ নেটপাড়া বলছে, 'আসল সহযোদ্ধা' আরজি করের অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের পাশে আছে গোটা দেশ আলিয়ার মেয়ের নামে হাতি পুষছেন রাম চরণ! জানতে পেরেই রণবীর ঘরণী বললেন... দীপাবলির পরে মার্গী শনি বাড়াবে সমস্যা, ৩ রাশি হবে সংকটের সন্মুখীন থিম হচ্ছেন বিদ্যাসাগর আর রামমোহন, সেখানে রত্নগর্ভার তালিকায় মুখ্যমন্ত্রীর ছবি রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.