রাগী, খিটখিটে স্বভাবের জন্য হামেশাই নেটপাড়ায় চর্চায় থাকেন জয়া বচ্চন। বর্ষীয়ান অভিনেত্রীকে ‘নাক উঁচু’ খোঁটা শুনতে হয় সবসময়। কিন্তু বউয়ের একদম বিপরীতে অবস্থান অমিতাভের। মিডিয়ার প্রতি তাঁর আচরণ সর্বদাই মধুর। ফ্যানেদের সঙ্গেও অচিরেই মিশে যান শাহেনশা। আরও পড়ুন-দু-বার বিয়ের পাকা কথা ভাঙেন,ভাইকে হাত ধরে মণ্ডপে পৌঁছালেন প্রিয়াঙ্কা! চিনুন দেশি গার্লের ‘হট’ ভাইবউকে
৮২ বছর বয়সী অভিনেতা আপতত কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। সোনি টিভি-র এই শো-র সঙ্গে দীর্ঘ দু-দশকেরও বেশি সময় ধরে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। কেবিসির সাম্প্রতিক এক প্রোমোয় দেখা গেল খুদে প্রতিযোগির জুতোর ফিতে বেঁধে সবার মন জয় করলেন বিগ বি।
ইনস্টাগ্রামে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন অমিতাভ বচ্চনের একটি সংক্ষিপ্ত ক্লিপ পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে হট সিটে এক কিশোরী বসে রয়েছে। এবং তাঁর স্নিকার্সের লেস খুলে গিয়েছে।
জুতোর ফিতে বাঁধলেন অমিতাভ বচ্চন
মেয়েটি তার জুতোর ফিতে বাঁধবার চেষ্টায় ছিল, সেই সময় এগিয়ে আসেন অমিতাভ। এবং তিনি বলেন, ‘তোমার কি জুতোর লেস খুলে গেছে? কাউকে ডাকব বেঁধে দিতে নাকি আমি কি বেঁধে দেব?’ অমিতাভের প্রশ্নের মাঝেই মেয়েটি জুতোর ফিতে বেঁধে ফেলে। কিন্তু অমিতাভ বচ্চন জুতোর ফিতে বাঁধার প্রস্তাব দিয়েছে, তা কীভাবে ফেরানো যায়! সে সঙ্গে সঙ্গে বলেন, ‘হ্যাঁ, আপনি বেঁধে দিন’। অমিতাভ তাঁর লেস ঠিক করতে এগিয়ে এলেন, সেই দুষ্টু প্রতিযোগী বাঁধা লেস খুলে দেয়। যা দেখে হতভম্ব অমিতাভ। তিনি পালটা প্রশ্ন করেন, এটি বাঁধা ছিল, কেন তুমি এটি খুললে?'
এ কথা শুনে মেয়েটি হেসে ফেলে। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বিগ বি বললেন, ‘এটার মধ্যে গড়বড় আছে’। জুতোর ফিতে বাঁধা শেষ হলে মেয়েটি বলল আর এই ফিতে খুলবে না। অমিতাভ জানান, লেসের মধ্য়ে একটি গেঁট পরে আছে। সেই কারণে তিনি পারফেক্টভাবে লেসটি বাঁধতে পারেননি। তবে কাজ চলে যাবে এই আশ্বাস দেন খুদেকে।
অমিতাভের এই আচরণ দেখে মুগ্ধ নেটিজেনরা। একজন লেখেন, ‘আপনার এই স্বভাবের কারণে আপনি সারা বিশ্বে জনপ্রিয়, আপনি কাউকে ছোট বা বড় হিসাবে বিবেচনা করেন না, আপনি সবাইকে ভালবাসা দেন, ঈশ্বর আপনাকে খুব খুশি রাখুন।’ আরেকজন লেখেন, ‘মেয়েটার কী ভাগ্য, সে সারা জীবন মনে রাখবে। অমিতাভ বচ্চন তাঁর জুতোর ফিতে বেঁধেছিলেন’। কেউ কেউ আবার বললেন, অমিতাভকে দেখে জয়া বচ্চনের একটু পাঠ নেওয়া উচিত।
কেবিসি ১৬ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সোম থেকে শুক্র, রাত ৯ টায় প্রচারিত হয় এবং সোনি লিভ অ্যাপেও এটি দেখা যায়।