সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ (২০০৫) দেখেছিলেন অনেকেই। 'ব্ল্যাক' ছবির সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে? সেই ৬ বছরের মেয়ে মিশেল, যাকে ঘিরে গল্প আবর্তিত হয়েছিল। সে কানে শুনতে পেত না, চোখে দেখতও না। তবে অসম্ভব জেদ ছিল তাঁর মধ্যে। সেই ছোট্ট মেয়ের শিক্ষক দেবরাজের চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।
মিশেলের বয়স বাড়লে সেই চরিত্রে অভিনয় করেন রানি মুখোপাধ্যায়। আর সেই ছোট্ট মিশেলের চরিত্রে যাকে দেখা গিয়েছিল তার নাম আয়েশা কাপুর। এখন সেই ছোট্ট মিশেল অর্থাৎ আয়েশা কাপুর অনেকটাই বড় হয়ে গিয়েছে। কিন্তু সে এখন কোথায়? কী করছে?
সেই মিশেল ওরফে আয়েশা কাপুর এখন বিবাহিত। সদ্য দীর্ঘদিনের প্রেমিক অ্যাডাম ওবেরয়কে বিয়ে করেছেন আয়েশা। দিল্লিতে আয়োজিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সামনে এসেছে তাঁদের বিয়ের ছবি। যেখানে গোলাপী লেহেঙ্গা পরে সেজেগুজে দেখা মিলেছে আয়েশার। সঙ্গে একই রঙের সূক্ষ্ম কাজ করা ওড়নায় মাথায় থেকে ঢেকে নিয়েছিলেন তিনি। তাঁর নতুন বর অ্যাডাম ওবেরয়কে প্যাস্টেল-রঙের শেরওয়ানিতে দেখা যাচ্ছে। মাথায় তাঁর গোলাপী পাগড়ি। সবমিলিয়ে তাঁদের বিয়ের সাজ রাজকীয় লুক পেয়েছিল।
তার বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি তাঁর বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিই ইঙ্গিত দেয় যে তাঁদের বিয়ের অনুষ্ঠান ভীষণই অন্তরঙ্গ ছিল। বিয়ের রাতে একটা পার্টিরও আয়োজন করেছিলেন আয়েশা ও অ্যাডাম।

একটি ভিডিওতে আয়েশাকে সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ব্যচেলার পার্টি করতেও দেখা গিয়েছে। জানা যাচ্ছে, তিনি তাঁর ব্যাচেলরেটের জন্য কোভালাম বিচে গিয়েছিলেন।
কিন্তু ২০০৫-এর সেই ছোট্ট ‘মিশেল’ আয়েশা এখন কী করেন? একথা জানতে কৌতুহল হয় বৈকি! তিনি এখন ইন্টিগ্রেটিভ নিউট্রিশন হেলথ কোচ। তামিলনাড়ুর অরোভিলে বেড়ে ওঠা আয়েশা হাইডিজাইন ব্র্যান্ডের মালিক দিলীপ কাপুরের মেয়ে। বর্তমানে তাঁর বয়স ৩০।
সিনেমার দুনিয়ায় আয়েশা সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘ব্ল্যাক’-এর হাত ধরেই খ্যাতি অর্জন করেছিলেন। এই ছবির জন্য বনশালির সহকারী পরিচালক রণবীর কাপুরের কাছে প্রশিক্ষণ নেন তিনি। ২০০৫ সালে ব্ল্যাক ছাড়াও তিনি সিকন্দার (২০০৯) ছবিতেও শিশুশিল্পী হিসেবে কাজ করেন। তারপর থেকে সিনেমার দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। পরে তিনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে শেখর কাপুরের ‘পানি’তে কাজ করেন। যদিও সেই ছবির কাজ পরে বন্ধ হয়ে যায়। ২০২২ সালে, আয়েশা ‘হরি কা ওম’ দিয়ে ফের সিনেমার দুনিয়ায় ফেরার কথা জানিয়েছিলেন। তবে পরে আর সেই ছবি সম্পর্কে কিছুই জানা যায়নি।