শুক্রবার সন্ধ্যায় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। শনিবার ভোরে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে এমন কিছু লিখলেন, যা দেখে নেট-নাগরিকদের একাংশের মনে প্রশ্ন, আম্বানি পরিবার কি তাহলে যোগ্য আদর-সম্মান দেয়নি বিগ বি-কে?
আম্বানির অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অমিতাভ
আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লেখেন, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালবাসা এবং স্নেহ, যা আমি পুরনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাঁদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাঁদের মেলামেশা, আন্তরিকতা ও স্নেহ সেই আগের মতোই রয়েছে।’
আরও পড়ুন: সরফিরা দিয়ে অক্ষয় কি আসতে পারবে ৫০০ কোটির ক্লাবে? ১ম দিনে কত হল আয়
‘এটাই জীবন... মেলামেশা এবং ভালোবাসা এবং যত্ন… অদ্ভুত যে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলো রয়ে যায়, কিন্তু সেগুলোর সঙ্গে জড়িত মানুষগুলো হারিয়ে যায় বা ভুলে যায়। সত্যিকারের ভুলে যাওয়াও আসলে নয়, বরং পিছনে রাখা। এবং তখনই মনে করা যখন তাদের সেগুলোর দরকার পড়ে।’, আরও লেখেন অমিতাভ।
অনুষ্ঠানে বচ্চন পরিবার
পুরো বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন আম্বানির ছোট ছেলের বিয়েতে। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা বচ্চন, জামাই নিখিল নন্দা ও মেয়ের ঘরের নাতি-নাতনি অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চনও আসেন মা-বাবার সঙ্গেই। তবে একসঙ্গে আসেননি ঐশ্বর্য আর আরাধ্যা। মা-মেয়ে পরে আসেন বিয়েতে, বচ্চনদের সঙ্গে কোনও ছবিই তোলেননি তাঁরা।
আরও পড়ুন: ক্রিকেট মাঠ না আম্বানির বিয়ে বোঝা দায়! 'বুম, বুম, বুমরাহ' চিৎকারে ভরে গেল চারদিক
আম্বানি ইভেন্ট সম্পর্কে
চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে উত্তেজনা। গুজরাটের জামনগরে পপ ডিভা রিহানা এবং বলিউডের একাধিক তারকা পারফর্ম করেছিলেন।
আরও পড়ুন: মার্চেন্ট পরিবারের এই মেয়ের গয়না পরে বিয়ে করে রাধিকা, কোটিপতি মহিলার পরিচয় জানেন
এরপর জুন মাসে ইতালি এবং ফ্রান্সের দক্ষিণে একটি বিলাসবহুল ক্রুজ পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে অতিথিরা ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল, ডেভিড গুয়েটা, কেটি পেরি এবং ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলিকে পারফর্ম করতে দেখেন।
গত সপ্তাহে মুম্বইয়ে 'সংগীত' অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জাস্টিন বিবার।