ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) দ্বিতীয় মরসুমে যবনিকা পড়ল শনিবার। মহারাষ্ট্রের দাদোজি কোন্ডাদেব স্টেডিয়ামে 'শ্রীনগর কে বীর' দলকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতল অমিতাভ বচ্চনের দল।
আইএসপিএলের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী থাকল মাঠভর্তি দর্শক। শেষ পর্যন্ত কে জিতবে, তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। আইএসপিএলের উদ্বোধনী মরসুমের রানার্সআপ দল মুম্বাই এদিন অঙ্কুরের বিশাল ছক্কায় ম্যাচ ছিনিয়ে নিল 'শ্রীনগর কে বীর'-এর হাত থেকে।
ক্রিকেট নিয়ে এদেশে উন্মাদনার কথা কারুর অজানা নয়। আর টেনিস বল ক্রিকেটে নতুন মাত্রা জুড়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। প্রতিটি ছয়, প্রতিটি উইকেট, প্রতিটি রানের জন্য এদিন স্টেডিয়ামে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ২০ দিনের টুর্নামেন্ট শেষে ট্রফি মাঝি মুম্বইয়ের হাতে উঠতেই আনন্দ-উচ্ছ্বাসে ভাসলেন অমিতাভ-অভিষেকরা।
টুইট বার্তায় বাবার দলকে কুর্নিশ জানিয়ে অভিষেক বচ্চন লেখেন, ‘চ্যাম্পিয়ান মাঝি মুম্বই! তোমাদের কঠোর পরিশ্রম, সমর্পণ এবং টিম ওয়ার্কের জেরেই আজ আমরা এখানে। গোটা দলকে নিয়ে আমি গর্বিত এই সুন্দর মরসুমটার জন্য। এই জয় তোমাদেরই প্রাপ্য'।
ক্রিকেটের ঈশ্বর ভারতরত্ন সচিন তেন্ডুলকর দ্বারা সমর্থিত আইএসপিএল। একটু একটু করে জনপ্রিয়তা বাড়ছে এই ক্রিকেট লিগের। গলি, ময়দান এবং রাস্তায় খেলত যারা এখন তাঁরা লাইমলাইটে।
সচিন তেন্ডুলকর, আশিস শেলার, সুরজ সামাত এবং মিনাল অমল কালে, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার মেয়ে নিতারাকে নিয়ে ফাইনাল দেখতে হাজির ছিলেন।
মুম্বই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে, অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ডাগআউট বেছে নেওয়ার জন্য একটি মজাদার খেলা খেলেন, সেখানে সচিন তেন্ডুলকর আম্পায়ারের ভূমিকায় থাকলেন।
ব্যাট করতে নেমে, শ্রীনগর সাগর আলি এবং আকাশ তারেকরের দাপুটে ব্যাটিং-এর উপর ভর করে প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ১২০ রান করে। ৩২ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন আকাশ। তিনটি বাউন্ডারি এবং পাঁচটি বিশাল ছক্কা হাঁকান।
মুম্বইয়ের হয়ে অভিষেক কুমার ডালহোর, যিনি ইতিমধ্যেই মরসুমের উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন, তিনি আরও দুটি যোগ করেন। টুর্নামেন্টে তাঁর সংখ্যা ২৪।
জবাবে অধিনায়ক বিজয় পাওলে দায়িত্বশীল ইনিংস খেলেন মাঝি মুম্বাইয়ের হয়ে। এই টুর্নামেন্ট টেনিস বলের ক্রিকেটারদের কেবল স্পটলাইটই দেয়নি, তাদের আর্থিক নিরাপত্তাও দিয়েছে - মাঝি মুম্বাইয়ের তারকা অলরাউন্ডার অভিষেক কুমার ডালহোর, পুরো ২০.৫০ লক্ষ টাকায় এই মরসুমের সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে উঠে এসেছেন।