বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Tweet On Bharat: ‘India’-র বদলে দেশের অফিসিয়াল নাম এখন ‘ভারত’? অমিতাভের টুইট বাড়িয়ে দিল জল্পনা

Amitabh Tweet On Bharat: ‘India’-র বদলে দেশের অফিসিয়াল নাম এখন ‘ভারত’? অমিতাভের টুইট বাড়িয়ে দিল জল্পনা

‘ইন্ডিয়া’-র নাম ‘ভারত’ হওয়ার জল্পনা, ভাইরাল অমিতাভের টুইট। 

শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনে দেশের নাম পাল্টে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র। আর এই জল্পনার আগুনেই যেন ঘি দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

আপাতত দেশজুড়ে জল্পনা চলছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের অফিসিয়াল নাম হয়ে যাচ্ছে ‘ভারত’। দেশের নামবদলের জল্পনা গতি পেয়েছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনে দেশের নাম পাল্টে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র। আপাতত এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ পক্ষে, তো কেউ বিপক্ষে।

আর এই জল্পনার আগুনেই যেন ঘি দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। হিন্দিতে একটি টুইট করলেন তিনি। লিখলেন, ‘ভারত মাতা কি জয়’। আর তারপর থেকে নেটপাড়ার রোষে বিগ বি-ও। বিশেষত যারা কোনওভাবেই চান না, ইন্ডিয়ার নাম বদলে যাক।

একজন মন্তব্য করেছেন, ‘এবার অমিতাভ বচ্চনকে বাতিল করার সময় এসেছে। আশা করছি জয়া আন্টি খুব জলদি ওঁকে বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলবেন।’ আরেকজন লিখলেন, ‘দিন দিন অমিতাভ বচ্চনও বিজেপির দালাল হয়ে উঠছেন। অসহ্য। পা চাটা বলিউড অভিনেতাদের আর নেওয়া যাচ্ছে না।’

মঙ্গলবার সকালে এক্স-এ (সাবেক টুইটার) সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কটাক্ষ করে লেখেন, ‘তা হলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’, অথচ চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখাই দস্তুর।’

তিনি আরও লেখেন, ‘সংবিধানের ১ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ভাবনার অস্তিত্বই তো বর্তমানে সঙ্কটে।’ আরও পড়ুন: ছোটবেলা ছিলেন সরল-সাধাসিধে, বড় হয়ে বাংলা সিনেমার হার্টথ্রব নায়ক! বলুন তো কে?

এদিকে ‘ভারত’ নাম হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বললেন, ‘আজ আমি শুনলাম, India নামও পাল্টে দিচ্ছে। মাননীয়া রাষ্ট্রপতির নামে জি-২০ সম্মেলনের যে কার্ড তৈরি হয়েছে, তাতে 'ভারত' লেখা রয়েছে। ভারত তো আমরা বলিই! এতে নতুনত্ব কী আছে। কিন্তু ইংরেজিতে ইন্ডিয়া বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশন। গোটা বিশ্ব দেশকে India নামে চেনে। হঠাৎ কী এমন হল যে দেশের নামও পাল্টে দিতে হবে! এমনিতেই আজকাল বিখ্যাত সব সৌধের নাম পালটে দিচ্ছে। পারলে ইতিহাসও পালটে দেয় আর কী!’

বন্ধ করুন