বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন মঙ্গলবার গভীর রাতে যে টুইট করেছেন, তা পড়ে লোকজন বিভ্রান্ত। প্রত্যেকেই সেটির নিজের মতো করে মানে বের করছেন। কেউ জয়া বচ্চনের সঙ্গে কানেকশন বের করছেন, তো কেউ ভাবছেন বুঝি বা একটু বেশিই নেশার ফল।
বিগ বি গত মঙ্গলবার রাতে ২.৩০-টে নাগাদ তাঁর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন- ‘উপরে দেখলাম, এদিক ওদিক দেখলাম… পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল’। অমিতাভ বচ্চনের এই পোস্ট পড়ে অনেকের মনে হয়েছে, সম্ভবত তাঁর শরীর ভালো নেই। অনেকেই উদ্বিঘ্ন হয়ে খোঁজ নেন স্বাস্থ্যের। তবে অনেক ফলোয়ার্সকে দেখা যায় বর্ষীয়ান অভিনেতার সঙ্গে মস্করায় মজতে। এক ভক্ত মন্তব্য করেন, ‘স্যার, সরাসরি বলুন জয়া জিকে দেখলেন।’ আরেকজন আবার লেখেন, ‘চার পেগের পর আমাদেরও এই অবস্থাই হয়’। অন্য আরেকটি কমেন্ট আসে, ‘রেখাজিকে বিয়ে করলে আর আপনি আর এরক বউয়ের গুলাম হতেন না’। আরেকজন লেখেন, ‘কী হয়েছে স্যার, জয়াজি কি আপনাকেও ধমক দিল নাকি?’ কেউ আবার ‘ডাক্তার দেখানোর’ পরামর্শও দিলেন।
৮২ বছর বয়সেও ১২-১২ ঘণ্টা কাজ করেন অমিতাভ বচ্চন। কেউ কেউ তাউ অমিতাভের এই টুইটকে ভার্টিগোর সমস্যার সঙ্গে যোগ করে দেখছেন। তো কেউ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। জানিয়ে দিই, অমিতাভ বচ্চন ৮২-র গণ্ডি পার করেছেন। এখনও তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন। অমিতাভ বচ্চন নিজে জানিয়েছিলেন যে তিনি ১২-১২ ঘণ্টা পর্যন্ত শুটিং সেটে থাকেন। হাতেও রয়েছে একগুচ্ছ সিনেমা। আপাতত ব্যস্ত রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি-র নতুন সিজন নিয়ে।