বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে এবার সরব লেখক অমিতাভ ঘোষ। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের একটা টুইট, রি-টুইট করে সরব হয়েছেন অমিতাভ ঘোষ।
গত ৮ অগস্ট ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গঙ্গোপাধ্যায় টুইটে করেছিলেন, সেখানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের উদ্দেশ্যে লেখেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবিলম্বে মানবাধিকার রক্ষায় কাজ করা উচিত। শেখ হাসিনার পদত্যাগের পর তাঁর দল ও পুলিশের বিরুদ্ধে প্রতিশোধে নিহত হয়েছেন মোট ১০০ জন। হিন্দু সংখ্যালঘুদের উপর হিংসাত্মকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং মন্দির ভাংচুর করা হচ্ছে।'
এবার সেই টুইট-ই রিটুইট করেন এদেশের লেখক অমিতাভ ঘোষ, ঠিক কী লিখেছেন তিনি?
মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের এই পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেন অমিতাভ ঘোষ। লেখেন, ‘আমি এইচআরডব্লিউ-এর এই পোস্টের সঙ্গে সম্পূর্ণ সহমত: ডঃ মহম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবশ্যই হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং তাদের উপাসনালয় যাতে হামলা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’
এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশ নিয়ে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানানোর পরও তাঁর উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, ‘নয়া দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে যত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে (বাংলাদেশ)। হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশা করছি। শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের দু'দেশের মানুষের যে আকাঙ্খা আছে, তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাতে মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত।’