পয়লা বৈশাখেই এল খুশির খবর। বাবা হতে চলেছেন নীল ভট্টাচার্য। আর তা জানার পর থেকেই আনন্দে মাতল অভিনেতার অনুরাগীরা। আসলে এই বাবা হওয়াটা বাস্তবে নয়, হচ্ছে অমর সঙ্গী ধারাবাহিকে। সেখানে বাবা হচ্ছে রাজ, গর্ভবতী শ্রী।
এপ্রিল মাসেই শেষ শ্যুটিং হয়ে গিয়েছে অমর সঙ্গী ধারাবাহিকের। তবে সম্প্রচার হচ্ছে। যদিও গল্প প্রায় শেষের পথে। অর্থাৎ হ্যাপি এন্ডিংয়ের পথে এগোচ্ছে জি বাংলার এই মেগা। পয়লা বৈশাখ স্পেশাল প্রোমোতে দেখা গেল যে, নীলের সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবসায় যোগ দিয়েছে সে। এবার একদিন সকালে উঠে কাজে বেরনোর আগেই বিপত্তি। হঠাৎ ঘুরে যায় মাথা, বমি করতে শুরু করে দেয়।
এরপর দেখানো হয়, শ্রী-এর শাশুড়ি বউমাকে আলাদা করে ডেকে নিয়ে হাসি মুখে কিছু জিজ্ঞাসা করছে। আর ঘাড় নাড়ছে শ্রী। এরপর গাড়িতে উঠে রাজের প্রশ্ন, ‘তোমাকে মা তখন বাড়িতে আলাদা করে ডেকে কী বলছিল গো?’ আর তাতে লজ্জা জড়ানো গলায় শ্রী বলে ওঠে, ‘তুমি সম্ভবত বাবা হতে চলেছে।’ হয়তো রাজ আর শ্রীর সন্তানের জন্ম দিয়েই শেষ করা হবে ‘অমর সঙ্গী’।
অমর সঙ্গী ধরাবাহিকে রাজের চরিত্রে অভিনয় করেছিলেন নীল ভট্টাচার্য। আর শ্রী-এর ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি। তবে প্রথম থেকেই যেন টিআরপিতে বেশ নড়বড়ে এই মেগা। যার অন্যতম কারণ, নতুন ধারাবাহিক হওয়া সত্ত্বেও এটিকে দেওয়া হয়েছিল দুপুরের স্লট। এরপর সময় বদলে, মাসখানেকের জন্য বিকেলে আনা হয় ঠিকই। কিন্তু সেভাবে দাগ কাটতে পরেনি আর।
প্রসঙ্গত, নীলের অমর সঙ্গী শেষ হলেও, সদ্য শুরু হয়েছে তৃণার সিরিয়াল পরশুরাম আজকের নায়ক। সেখানে তাঁকে দুই সন্তানের মা হিসেবেই দেখা যাচ্ছে। আপাতত হাউজওয়ইফ হিসেবে দেখানো হলেও, বেশ রহস্য রয়েছে তৃণার চরিত্রটিকে ঘিরে। আর গল্পের নায়ক হল আন্ডারকভর এজেন্ট। পরিবারের কাছে সাধারণ চাকুরিজীবী হলেও, অপরাধ জগৎ কাঁপে থরথর পরশুরামের নামে। আর বাবার এই আন্ডারকভার এজেন্ট হওয়ার খবর জানে শুধু ছেলে। মেয়ে ও বউ তৃণার কাছে কোনো খবরই নেই!