মালাইকার উপর আচমকাই রেগে গেলেন তাঁর বোন অমৃতা আরোরা। কিন্তু কেন? মালাইকাকে এখন তাঁর জনপ্রিয় শো ‘মুভিং উইথ মালাইকা’তে দেখা যাচ্ছে। সেখানেই তিনি আজকাল স্ট্যান্ড আপ কমেডি করছেন। আর সেই মজা করতেই গিয়েই নাকি তাঁর জোকসগুলো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে! এমনটাই অভিমত অমৃতার। দিদির বলা জোকস বিলকুল না পাসান্দ তাঁর। তাই তিনি দিদিকে জোকস বলার আগে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে বললেন।
মুভিং উইথ মালাইকা শোয়ের সাম্প্রতিকতম পর্বে অভিনেত্রীকে তাঁর মা এবং ছেলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায়। আর তখনই তাঁরা একে অন্যের সঙ্গে খুনসুটি মজায় মেতে ওঠেন।
অমৃতা তখন মালাইকাকে বলেন, 'আমি সেদিন তোমায় কিছু বলিনি। তুমি আমায় নিয়ে যে মজাগুলো করো বা যে জোকসগুলো বলো সেগুলো আরও একটু ভাবনা চিন্তা করে বলতে পারো। আমি বড় পোশাক পরি, কিছু করি না সেটা নিয়ে বলার আগে একবার জিজ্ঞেস করে নিতে পারতে যে আদৌ আমার সম্মতি আছে কিনা এই বিষয়গুলো প্রকাশ্যে বলাতে।'
মালাইকা তখন তাঁকে বাঁধা দেন এবং বলে ওঠেন, স্ট্যান্ড আপ কমেডি এভাবেই হয়। এটাই নিয়ম। অমৃতা তখন দিদিকে প্রশ্ন করেন, 'তার মানে স্ট্যান্ড আপ কমেডির নাম করে তুমি যে কাউকে বাসের নিচে ছুঁড়ে ফেলতে পারবে? আমি এমন পাঁচটা উদাহরণ দিতে পারি, যে অন্যায়গুলো তুমি আমার সঙ্গে করেছ। কিন্তু আমি বাঁধা দিইনি তখন কেন জানো, কারণ আমি তোমার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাইনি। আমরা আজ সবাই এতদিন পর একসঙ্গে খাচ্ছি। আমার মনে হয় কিছু জিনিসের বিষয়ে তোমার তাঁদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।'
এরপরও ক্ষুব্ধ অমৃতাকে বোঝানোর চেষ্টা করেন মালাইকা। তিনি বোঝাতে যান স্ট্যান্ড আপ কমেডি কী, সেটা কীভাবে হয়, তখন অমৃতা বলে ওঠেন, ' আম্মুকে (অমৃতার ডাকনাম) একা কেন বাসের নিচে ছুঁড়ে ফেলা হবে বারবার? সেই জোকসগুলোর সঙ্গে কেন আমার যোগ থাকবে হামেশা? একটা সময় পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল সেদিন।' এরপর তাঁদের খাওয়া শেষ হলে অমৃতা গিয়ে কাউচে বসে পড়েন। আরহানও তাঁর সঙ্গে যোগ দেন। মালাইকা পরে অমৃতার কাছে ক্ষমা চেয়ে নেন।
মুভিং উইথ মালাইকার একটি পর্বে অভিনেত্রী তথা মডেল মালাইকা তাঁর বোনের সঙ্গে মশকরা করে বলেন, 'আজ আমার বাড়িতে আমার বোন এসেছে, ও মজাদার, আমি সুন্দরী। ওর বড়লোক বর আছে আর আমি স্ট্যান্ড আপ কমেডি করছি!'