ট্রোলারকে মুখের উপর জবাব দিলেন অমৃতা আরোরা। বুধবার করণ জোহরের পার্টিতে ঝাঁ চকচকে লুকে হাজির ছিলেন অমৃতা, করিনা আর মালাইকা। আর সেই ফোটো থেকে তিনজনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন করিনা। আর সেখানেই ওঠে বিতর্কের রেশ। তিনজনকে দেখে যেন ঠিকমতো হজম করতে পারে না নেট-নাগরিকরা। ট্রোলারদের নিশানায় বেশি আসেন মালাইকা আর অমৃতা।
অমৃতা আরোরাকে মহলত ট্রোল করা হয় তাঁর ওজন বেড়ে যাওয়ার কারণে। সঙ্গে ব্যবহার করা হয় ‘বুড্ঢি’-র মতো শব্দও। আর এসব কমেন্টেরই একটা স্ক্রিনশট শেয়ার করে অমৃতা লেখেন, ‘এই কমেন্টটা আমার চোখে পড়ল… তাহলে বুড্ঢি বলা মানে কাউকে অপমান করা? কারণ আমার কাছে এটা তো একটা শুধু শব্দ। যা বয়স্ক মানুষদের বোঝায়। হ্যাঁ আমাদের বয়স বেড়েছে, বুদ্ধি বেড়েছে। কিন্তু আপনি নিজে কি নামহীন, বয়সহীন, চেহারাহীন একজন? আপনারা সবাই কি তাই?’
এখানেই থেমে থাকেননি অমৃতা। আরেকটি ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘আমার ওজন বেড়ে যাওয়ার কারণেও অনেকে আমাকে নিয়ে ঘৃণা প্রদর্শন করেছ। আমার ওজন… আমার ভালো লাগছে… আমার ওজন আমার সমস্যা! এখন তো দেখছি সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই সবার সমস্যা। আমার তাতে বয়ে গেল… দয়া করে এখান থেকে যান… আমার নাম আছে, বদনামও হবে।’

সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে অমৃতার এভাবে রুখে দাঁড়ানোর প্রশংসা করেছেন মালাইকা আর করিনা। মালাইকা লিখেছেন, ‘তুমি দারুণ বলেছ বোন… তুমি যেমন তাতেই তুমি সুন্দর। আর আপনাদেরও বলি কাউকে ওজন নিয়ে কটাক্ষ করা মোটেও কুল নয়।’ করিনা লিখেছেন, ‘মাই লাভলি আম্মু’।