১৯৯৯ সালে একটি ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। বিজ্ঞাপনে অভিনয় করার সুবাদে বেশ ভালই পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি কখনও। একের পর এক সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর কাজ করার আনন্দে গত শনিবার কেক কেটে দিনটি উদযাপন করলেন অভিনেত্রী।
অভিনেত্রী অমৃতা রাও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি বিরাট বড় কেক কাটছেন। কেকের ওপর লেখা রয়েছে ২৫। অমৃতা পরে রয়েছেন এটি সোনালি রঙের শাড়ি, মানানসই জুয়েলারি। ন্যূনতম মেকআপে অভিনেত্রীকে দেখতে লাগছে অসাধারণ।
(আরও পড়ুন: ‘নিম ফুলের মধু’ থেকে উধাও ছোটকা, প্রসূণকে হঠাৎ দেখে আঁতকে উঠলেন লোকজন, একী চেহারা! কী এমন ঘটেছে?)
ভিডিয়োটি পোস্ট করে অমৃতা লিখেছেন, ‘২৫ বছর! বিজ্ঞাপন থেকে জলি এলএলবি থ্রি পর্যন্ত। সফলতা সহজে আসে না। সফলতা অর্জন করতে নিজের আত্মার শক্তিকে কোনওদিন হারাবেন না। আমার সফলতার আমার নিজস্ব ধারনা!!! দর্শকদের আশীর্বাদে এমন কিছু সিনেমা আমি উপহার দিয়েছি যা চিরকাল সকলের মনে থাকবে।’
অমৃতার এই পোস্টে অভিনেত্রী সুহানি কোহলি কমেন্ট করে লিখেছেন, ‘তুমি অসাধারণ অমৃতা! ইশক ভিশক এবং বিবাহ সিনেমাতে তোমাকে দেখেছি অভিনয় করতে। এক কথায় তোমাকে দুর্দান্ত লাগে।’ ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল মন্তব্য করে লিখেছেন, ‘অভিনন্দন।’
(আরও পড়ুন: ভালো বাংলা বলতে পারতেন না শ্রেয়া! রূপঙ্করের দাবি শুনে নেটপাড়া বলছে, 'এত হিংসে রাখেন কোথায়?')
প্রসঙ্গত, ২০০২ সালে ‘আপকে বারাস’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অমৃতা রাও। এরপর একে একে ‘মে হু না’, ‘ইশক ভিশক’, ‘বিবাহ’, ‘পিয়ারে মোহন’, ‘হে বেবি’, ‘জলি এলএলবি ৩’, ‘লাইফ হো তো অ্যাসা’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে অন্য সিনেমা থেকে বিবাহ সিনেমায় সব থেকে বেশি নজর কেড়েছিলেন অমৃতা। শাহিদ কাপুরের বিপরীতে অমৃতার অভিনয় আজও প্রশংসনীয়।