লুকিয়ে বিয়ে, বাচ্চা হতে সমস্য, দাম্পত্যের খুঁটিনাটি শেয়ার করেন আনমোল ও অমৃতা তাঁদের অনুরাগীদের সঙ্গে। জানাজানি হয়ে যাওয়ার ভয়ে ডিজাইনার পোশাক বিয়েতে পরতে পারেননি অমৃতা, তাঁর বিয়ের পোশাকের দাম শুনলে সত্যিই অবাক হবেন।
1/5‘বিবাহ’-অভিনেত্রী অমৃতা রাও ওআরজে আনমোল সুদ বিয়েটা করেছিলেন গোপনে। ২০১৪ সালের ১৫ মে বাঁধা পড়েন সাত পাকে। পুনের এক ইসকন মন্দিরে হয়েছিল এই শুভকাজ। খুব স্বল্প খরচে, ব্যক্তিগত পরিসরেই হয়েছিল সেই অনুষ্ঠান। সম্প্রতি অভিনেত্রী শেয়ার করেন তাঁর বিয়ের শাড়ির দাম ছিল মাত্র ৩ হাজার।
2/5তাঁদের বিয়েতে খরচ হয়েছিল মাত্র দেড় লক্ষ টাকা। আর এর মধ্যেই ছিল বিয়ের পোশাক, বিয়ের জায়গা, যাতায়াতের খরচ-সহ সমস্ত কিছু। শুনলে অনেকেই অবাক হবেন অভিনেত্রী ৩০০০ টাকার পোশাক পরে বসেছিলেন বিয়ের পিঁড়িতে। অমৃতা আনমোলকে জানিয়েছিলেন তিনি কোনও দামি ডিজাইনার পোশাকে বিয়ে করতে চান না। আসলে ভয় ছিল, এতে জানাজানি হয়ে যাবে। নিজেই মেকআপ করে চুল বেঁধেছিলেন। দাদার থেকে এনেছিলেন একটা লাল শাড়ি। বিয়ের ভেন্যুর জন্য খরচ হয়েছিল মাত্র ১১ হাজার। আনমোলের পোশাকের খরচ ছিল দুই থেকে আড়াই হাজার টাকা।
3/5এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা বলেছিলেন যে, তাঁরা সবসময়ই বিশ্বাস করতেন যে বিয়েই ভালোবাসা। তাঁরা শুধু চেয়েছিলেন তাঁদের বিয়েতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাক। অমৃতা স্পষ্ট জানান, বিয়েতে দুজনেই খুব বেশি খরচ করেননি এবং এই সিদ্ধান্তে দুজনেই খুশি।
4/5২০২২ সালের ১৫ মার্চ অমৃতা আনমোলের সঙ্গে তাঁদের গোপন বিবাহের প্রথম ছবি পোস্ট করেন। যাতে লাল শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। মাথায় একটি টিকলি। নাকে ব্রাহ্মী নথ ও মুন্ডাবল্যা। আনমোল নীল জ্যাকেটের সঙ্গে হলুদ কুর্তা।
5/5২০২০ সালে ছেলে বীরের জন্ম দেন অমৃতা আর আনমোল। মা হতে পারছিলেন না অমৃতা বলে জানিয়েছিলেন আনমোল এক সাক্ষাৎকারে। তাঁরা সারোগেসিরও সাহায্য নেন। সেই সারোগেট মাদারের গর্ভে আসেও আনমোল ও অমৃতার সন্তান, হার্টবিটও আসে বাচ্চার। কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। পরবর্তীতে যদিও অমৃতাই জন্ম দেন তাঁর ছেলের।