খাদান ছবিটি যেমন একদিকে বক্স অফিসে রাজ করছে, একের পর এক রেকর্ড গড়ছে তেমন অন্যদিকে এই ছবির গানগুলোও বিশেষ পিছিয়ে নেই দর্শক, শ্রোতাদের মন কাড়তে। বিশেষ কিশোরী গানটি। এবার সেই গানের জন্য কী করল আমূল বাংলা?
আরও পড়ুন: বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর ফের টিভিতে ফিরছেন জিতু! দেখা মিলবে কোন ধারাবাহিকে?
কী করেছে আমূল বাংলা?
এদিন আমূল বাংলার তরফে খাদান ছবিটির কিশোরী গানটি জনমানসে ঝড় তুলতে সেটাকে কুর্নিশ জানানো হল। দেবের কিশোরী এবার আমূল গার্ল। এই কোম্পানির তরফে কিশোরী গানটির পোস্টারকে আমূলের কার্টুনের মতো এঁকে পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, 'বাংলার ভাইরাল কিশোরী।' তাঁদের এই পোস্টের জবাব দিয়েছেন দেবও।
কী লিখলেন দেব?
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড অর্থাৎ খাদান ছবিটির অন্যতম প্রযোজকের তরফে এদিন এই ছবিটি তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়। সঙ্গে সেখানে লেখা হয়, 'এই দশকের সব থেকে ভাইরাল গানটির জন্য সবথেকে ভাইরাল কোলাবোরেশন দরকার ছিল।' একই সঙ্গে লেখা হয়, 'ধন্যবাদ আমূল বাংলা এবং আমূল ইন্ডিয়া এই সাপোর্টের জন্য।'

কিশোরী গানটি প্রসঙ্গে
কিশোরী গানটি গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। গানটি কম্পোজ করেছেন রথিজিৎ। লিরিক্স লিখেছেন ঋতম সেন। এই গানটি বর্তমানে ৫৩ মিলিয়ন ভিউজ পেয়েছে ৪ সপ্তাহে। অর্থাৎ ৫ কোটি ৩০ লাখ ভিউজ। তবে কেবল কিশোরী নয়, খাদান ছবিটির হায় রে বিয়ে, রাধারাণী গানগুলো দারুণ ভাবে সাড়া পেয়েছে। প্রশংসিত হয়েছে। বিশেষ পিছিয়ে যে রাজার রাজ বা বাপ এসেছে।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের পর এবার বাফতার দৌড়েও পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট! কটা বিভাগে মনোনয়ন পেল?
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
দেবের আগামী কাজ
বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রঘু ডাকাত নিয়ে নানা জটিলতায় কারণে হয়ে ওঠেনি ছবিটি। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এই বছরের পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছবিটি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। এছাড়া নতুন বছরেই সুখবর শুনিয়েছেন দেব। জানিয়েছেন ২০২৪ সালে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর ত্রয়ীর ছবি মিস গেলেও ২০২৫ সালে আসছেই তাঁদের নতুন ছবি। আর সেই ছবির নাম প্রতীক্ষা হবে না। বরং নাম রাখা হয়েছে প্রজাপতি ২।