আথিয়া শেট্টির পর এবার মা হলেন অক্ষয় কুমার, রজনীকান্তের বিদেশি নায়িকা অ্যামি জ্যাকসন। সোমবার, দ্বিতীয় স্বামী এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি। লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগত অস্কার আলেকজ়ান্ডার ওয়েস্টউইক’। অর্থাৎ অভিনেত্রী সদ্যোজাতর নাম রেখেছেন অস্কার আলেকজান্ডার।
অন্যদিকে অ্যামির স্বামী এড ওয়েস্টউইকও সোমবার বেশ কয়েকটি সাদা-কালো ছবি পোস্ট করেন। যেখানে অ্যামি ও তাঁর সদ্যোজাত ছেলেকে দেখা যাচ্ছে।
২০২৪-এর অগস্টে বছর ৩৭ এর এড ওয়েস্টউইককে দ্বিতীয় বার বিয়ে করেন বছর ৩৩-এর অ্যামি। তাঁর দ্বিতীয় স্বামীর প্রথম সন্তান হল অস্কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই অ্যামি আর এড যৌথ ভাবে খুশির খবর সকলকে জানান।
তাঁরা যে ছবিগুলি শেয়ার করেছেন, তার একটিতে সাদা তোয়ালে জড়িয়ে সদ্যোজাতকে কোলে নিয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সন্তানকে স্পর্শ করে রয়েছেন ওয়েস্টউইকও। একই সঙ্গে অ্যামিকে আলতো চুম্বন এঁকে দিতেও দেখা যায় তাঁকে। নবজাতকের তোয়ালেতে লেখা তার নাম অস্কার। দ্বিতীয় ছবিতে শুধুই শিশুটির হাত ধরে থাকতে দেখা গিয়েছে তাঁদের। তৃতীয়টিতে সদ্যোজাত সন্তানকে চুমুতে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে নতুন মা অ্যামি জ্যাকসনকে।
আরও পড়ুন-‘সলমন-শাহরুখ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল’, ছবির অফার পেয়েও কেন এমন মনে হয়েছিল আমিরের
প্রসঙ্গত অ্যামি জ্যাকসন এর আগে হোটেল মালিক জর্জ প্যানাইওতোউকে ডেট করেছিলেন অ্যামি। তাঁদেরও এক পুত্র সন্তান রয়েছেন নাম আন্দ্রেয়াস। তাঁরা ২০১৫ সালে ডেটিং শুরু করেছিলেন এবং ২০১৯ এ তাঁরা বাগদান সারেন। তবে এরপর ২০২১-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
এরপর ইতালিতে সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এড ওয়েস্টউইক বিয়ে করেছিলেন অ্যামি। বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন অ্যামি জ্যাকসন। অক্ষয়, রজনীকান্তের মতো সুপারস্টারের নায়িকা তিনি। তাঁর বলিউডে প্রথম ছবি ‘এক দিওয়ানা থা’, নায়ক ছিলেন প্রতীক বব্বর। এরপর ‘২.০’, ‘রজনীকান্ত’, ‘সিং ইজ় ব্লিং’, ‘ক্র্যাক’-এর মতো ছবিতে দেখা যায় জ্যাকসনকে।