রূপকথার বিয়ে সারলেন অ্যামি জ্যাকসন এবং এড ওয়েস্টউইক! ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের স্বপ্নের বিয়ের প্রথম ছবি ভক্তদের সাথে ভাগ করে নিলেন দম্পতি।
অ্যামি এবং এডের রূপকথার বিয়ে
খ্রিস্টান রীতিতে বিয়ে সারলেন অ্যামি। ‘সিং ইজ ব্লিং’ নায়িকার দেখা মিলল সাদা গাউনে। লেসের কাজ করা কাঁধখোলা গাউনে মোহময়ী অ্যামি, তাঁর মাথার সুবিশাল ভেল তাঁর লুকটি আরও সুন্দর করে তুলেছে। হাতে সাদা গোলাপের তোড়া। এড একটি সাদা টাক্সিডো পরেছিল। শ্বেতশুভ্র বেশে আকর্ষক দেখালো দুজনকেই। সাদা ফুলে ভরা বিয়ের ভেন্যুর অন্দরসজ্জা তাক লাগানো। প্রথম ছবিতে বউকে কাছে টানতে দেখা গেল এডকে। অ্যামির উপর থেকে চোখ সরছে না তাঁর। জুটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা সবে শুরু হয়েছে’।
ইতালিতে অ্যামির বিয়ের অংশ হলেন তাঁর ৫ বছরের পুত্র আন্দ্রেয়াসও। অ্যামি ও তাঁর প্রাক্তন প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র আন্দ্রেয়াস। ২০১৯ সালে বিয়ে না করেই মা হয়েছিলেন অ্যামি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে। পরের বছর অর্থাৎ ২০২২ সালে শুরু অ্যামি-এডের সম্পর্ক।
বলিউড ও দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি, একটা সময় ‘এক দিওয়ানা থা’ কো-স্টার প্রতীক বব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন। তবে সম্পর্কে টেকেনি।
অ্যামি এবং এডের প্রেমের গল্প
২০২২ সাল থেকে অ্যামির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজ়ের অভিনেতা এড ওয়েস্টউইকের। একটি খেলায়র মাঝে দেখা দুজনের, তারপর শুরু প্রেমপর্ব। চলতি বছরের জানুয়ারিতে সুইৎজারল্যান্ডে রূপকথার বাগদান পর্ব সেরেছিলেন তাঁরা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।
কে অ্যামির বর?
হলিউডের একজন সুপরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে 'চিলড্রেন অফ মেন' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দ্য CW নেটওয়ার্কের 'গসিপ গার্ল'-এ প্লেবয় চাক বাসের ভূমিকায় অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। 'হোয়াইট গোল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এড।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামি জানিয়েছিলেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে এবং সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা জানান, 'সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে, আমার আঙুলে একটা আংটি ছিল সেটা দেখে ছেলে বলল, 'মা, তুমি বিয়ে করোনি? আর জিজ্ঞেস করল, 'এডি মাম্মিকে বিয়ে করছো না কেন?' আমি বললাম, 'এডি তো আমাকে জিজ্ঞাসা করেনি,' এবং তক্ষণই এড বলল, ‘ঠিক আছে, আমি শীঘ্রই জিগ্গেস করে নিচ্ছি’।