এদিন দক্ষিণ কলকাতার পাশাপাশি নৈহাটিতেও প্রাক্তনীদের একটি মিছিল ছিল। অভিযোগ সেখানেই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থন এসে প্রতিবাদীদের মারতে শুরু করে। মেয়েদের নিগ্রহ করে। পোশাক ছিঁড়ে দেয়, মাথা ফাটায়। কিন্তু ঠিক কী ঘটেছিল এদিন সেটাই প্রকাশ্যে আনলেন এক প্রত্যক্ষদর্শী তথা এক প্রাক্তনী।
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
আরও পড়ুন: শপিং নয়, অশৌচ পালনের ডাক... তবুও পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের
কী জানালেন সেই প্রত্যক্ষদর্শী?
এদিন ঈপ্সিতা ইন্দ্র নামক এক নৈহাটির বাসিন্দা তবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, '১৪ তারিখ থেকেই আমরা তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম সেই থেকে আজ এক মাস হতে চলল এখনও কোনও সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের মানুষ রাস্তায় নামবে বলে যখন আজ ঠিক করে আমরা নৈহাটির সব স্কুলের প্রাক্তনীরা মিলে ঠিক করি একটা শান্তিপূর্ণ মিছিল করব। হচ্ছিলও তাই। সন্ধ্যা ৬টা নাগাদ কিছুই শুরু হয়। তার কিছুক্ষণ পরেই তৃণমূলের প্রায় ৫০টা কই জটলা করতে শুরু করে। সিনিয়রদের জানালে ওঁরা বলেন বচসা না করতে। মিছিল এগিয়ে নিয়ে যেতে।'
তিনি এরপর আরও লেখেন, 'প্রায় আধ ঘণ্টা পর ওই হুলিগানরা মিছিলের মাঝে এসে একটা টোটো দখল করে নেয় এবং মাস্টার মশাইদের মারতে শুরু করেন। আমরা মিছিল থামিয়ে রাস্তায় বসে যাই। ওরা আরও মারতে শুরু করে। কারও মাথা ফাটায়, কারও ঠোঁট। বয়স্ক বাচ্চা কাউকে ছাড়েনি। তাও আমরা থামিনি। মিছিল এগিয়ে নিয়ে যাই। পুলিশের সামনে সব চলে তাও ওঁরা কিছু করেনি। চুপ করে দাঁড়িয়ে মজা দেখে।'
এই আন্দোলনকারী জানান তৃণমূলের মহিলারা তাঁদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেন রাস্তায়। কেউ কেউ আবার উস্কানি দিয়ে বলে মেরে শেষ করে দিতে।
আরও পড়ুন: প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, 'দরকারে আবার লড়াইয়ে নামব'
আরও পড়ুন: পুজোর আগে রবিবরারে শপিং নয়! ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী
শ্রীলেখা শেয়ার করলেন আন্দোলনকারীর ভিডিয়ো
এদিন শ্রীলেখা মিত্র এক আন্দোলনকারীর ভিডিয়ো শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ব্রিজের উপর দৌড়াতে দৌড়াতে সমস্ত ঘটনার বিবরণ দিচ্ছেন এবং তাঁদের বাঁচাতে যাওয়ার কথা বলছেন। শ্রীলেখা এই পোস্ট শেয়ার করে লেখেন, 'যাঁরা যাঁরা প্রমাণ চাইছ।'