গানের ওপারের পুপে হিসেবে করেছিলেন আত্মপ্রকাশ। সেই শুরু। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি মিমি চক্রবর্তীকে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। করেছেন সিরিজ। বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। কিন্তু জানেন কি তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলি কেমন ছিল? এদিন সেটারই ঝলক প্রকাশ্যে এল।
কী ঘটেছে?
এদিন সম্রাট মুখোপাধ্যায়ের মডেলিং ইনস্টিটিউটের তরফে মিমি চক্রবর্তীর এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। যদিও আগেও একাধিকবার ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। তবে অভিনেত্রীর কেরিয়ারের শুরু যে অভিনেতার এই ইনস্টিটিউট থেকে হয়েছিল সেটাই এই ভিডিয়ো পোস্ট করে মনে করিয়ে দেওয়া হল।
আরও পড়ুন: জাতীয় কবি হয়েও 'দেশের শত্রু ছিলেন' রবীন্দ্রনাথ? সত্য উদঘাটনে মরিয়া ঋত্বিক - শ্রাবন্তী
এই ভাইরাল ভিডিয়োতে মিমিকে বলতে শোনা যাচ্ছে তিনি ক্যাটওয়াক কী সেটাই জানতেন না। তিনি 'সম্রাট স্যারের' ইনস্টিটিউট থেকেই মডেলিংয়ের অ আ ক খ শিখেছেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ জিজ্ঞাসা করেছেন এই ইনস্টিটিউটে আসার পরই কি অভিনেত্রী ফর্সা হয়েছেন? কেউ আবার লিখেছেন, 'ছেলেদের মতো হাঁটা জিনিসটা কী? হাঁটার পদ্ধতির কি লিঙ্গ বিভাজন হয়?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আকাশ পাতাল বদলে যাওয়া বোধহয় একেই বলে।'
মিমি চক্রবর্তীর আগামী কাজ
প্রসঙ্গত মিমি চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে হইচইয়ের নতুন সিরিজ ডাইনিতে। এই সিরিজের গল্পে উঠে আসবে দুই বোনের কথা যাঁরা ডাকিনী তন্ত্রের প্যাঁচে জড়িয়ে পড়বে। সিরিজটির পরিচালনা করবেন নির্ঝর মিত্র। তাঁকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: 'টেক্কা'র রেশ ফিকে হতে না হতেই 'হাঁটি হাঁটি পাপা' করে চিরন্তন সম্পর্কের গল্প বলতে আসছেন রুক্মিণী! বিপরীতে কে?