ফের টলিউডে বিয়ের সানাই বাজতে চলল। এই বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। ছোটপর্দার এই দুই জনপ্রিয় মুখ বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করতে দেখা যায়নি এই টলি সেলেব জুটিকে। এবার আড়াই বছরের প্রেমের শেষে ছাদনাতলায় যেতে চলেছেন তাঁরা। তবে কবে সেটা এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। বিয়ে নিয়ে কী বললেন হোলি ফাকের নায়িকা।
বিয়ের বিষয়ে অনামিকাকে জিজ্ঞেস করা হলে এই সময়কে দেওয়া ইন্টারভিউয়ে অভিনেত্রী জানান, 'হ্যাঁ আমরা সত্যি এবার বিয়ের প্ল্যানিং করছি। তবে এখনও কোনও ডেট ফিক্স হয়নি। কথা চলছে।' তবে বিয়ে নিয়ে কী প্ল্যান আছে এই তারকা জুটির? আজকাল যেমন দেখা যায় ফেয়ারিটেল ওয়েডিংয়ের তেমনের? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'না, বিরাট করে কিছু করার প্ল্যান নেই। আমাদের বিয়েতে কেবল আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করব। ফলে আমাদের বিয়ে ইন্টিমেট ওয়েডিং হবে।'
খানিক একই মত পোষণ করেছেন উদয় প্রতাপ নিজেও। তিনিও জানিয়েছেন যে তাঁদের বিয়ের পরিকল্পনা চলছে। 'এই বছরই আমরা আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাব' মত মিঠাইয়ের রাতুলের।
এর আগে অনামিকা চক্রবর্তীকে রাজযোটক এবং এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া তিনি একাধিক সিরিজেও কাজ করেছেন, বাদ দেননি সিনেমাও। শবর, জতুগৃহ, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। হোলি ফাক সিরিজে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। অন্যদিকে উদয়কে একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে যেমন জামাই রাজা, কী করে বলব তোমায়, ইত্যাদি। এখন তাঁকে মিঠাইয়ে দেখা যাচ্ছে।