সর্বশেষ ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর তেমন ভাবে ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায়নি অনামিকা চক্রবর্তীকে। তবে অনামিকা তেমনভাবে কাজের সঙ্গে যুক্ত না থাকলেও এই মুহূর্তে উদয়ের কেরিয়ার কিন্তু তুঙ্গে। ‘পরিণীতা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।
তবে স্বামীর কাজ নিয়ে বিন্দুমাত্র হিংসা করতে নারাজ অনামিকা, বরং উদয়কে নিয়ে সবসময় গর্ববোধ করেন তিনি। অন্যদিকে উদয়ও চেষ্টা করেন কাজের ফাঁকে সবসময় স্ত্রীকে সময় দিতে। জন্মদিন হোক অথবা বিবাহ বার্ষিকী, অনামিকাকে নিয়ে মাঝেমধ্যেই ঘুরতে চলে যান উদয়।
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
খুব সম্প্রতি অনামিকা একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন তিনি আবার ভ্লগ তৈরি করবেন। নিয়মিত না হলেও মাঝেমধ্যেই চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার। আগের মতই প্রতিদিনের খুঁটিনাটি মুহূর্ত তুলে ধরবেন সকলে সামনে। এবার স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উদয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনামিকা।
সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে অনামিকা লেখেন, ‘শুভ জন্মদিন স্বামী। তোমার সঙ্গে প্রত্যেকটা দিন যেন একটা উপহারের মতো। যেভাবে তুমি নিজেকে ধীরে ধীরে তৈরি করছ তা দেখে সত্যিই ভীষণ গর্ব অনুভব হয়। আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত।’
অনামিকা আরও লেখেন, ‘তুমি আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছো, এমনকি কঠিন সময়গুলো তুমি আমার পাশে থেকে সবকিছু সহজ করে দিয়েছো। থ্যাঙ্ক ইউ আমার সবথেকে নিরাপদ স্থান হওয়ার জন্য, তুমি আমার পার্টনার ইন ক্রাইম, তুমি আমার এমন একজন মানুষ যার সঙ্গে আমি আমার বাথরুমও শেয়ার করতে পারি। ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। আবারও শুভ জন্মদিন।’
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
অনামিকা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে উদয় এবং অনামিকার ছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে অনামিকার প্রিয় পোষ্যটিকে। পোষ্যটিকে কোলে নিয়ে কেক কাটতেও দেখা যায় উদয়কে। উদয় কাজে ব্যস্ত থাকলে এই ছোট্ট সারমেয়র সঙ্গেই সময় কেটে যায় অনামিকার।