বাংলা নিউজ > বায়োস্কোপ > Anamika Chakraborty: শরীর দুলিয়ে ‘অশ্লীল’ ভঙ্গিতে নাচ, অনামিকা ‘হিয়া’র ভিডিয়ো দেখে কুৎসা নেটপাড়ায়

Anamika Chakraborty: শরীর দুলিয়ে ‘অশ্লীল’ ভঙ্গিতে নাচ, অনামিকা ‘হিয়া’র ভিডিয়ো দেখে কুৎসা নেটপাড়ায়

পোশাকের কারণে কটাক্ষের মুখে হিয়া। 

ছোট পোশাকে নাচ, নেটপাড়ার রোষানলের মুখে পড়লেন ‘হিয়া’ অনামিকা চক্রবর্তী। হল জোরালো কটাক্ষ। 

ট্রোলকে সঙ্গী করেই দিন কাটে তারকাদের। পান থেকে চুন খসলেই ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ‘বং প্ল্যানেট বাংলা’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর নাচের একটা ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। যেখানে ক্ষোভ উগড়ে দিল সোশ্যাল মিডিয়া। নাচের নিন্দে হল জম্পেশ।

অনামিকা ‘হিয়া’ হিসেবেই বেশি পরিচিত সকলের কাছে। শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন সকলের মন কেড়ে নিয়েছিল। তবে সেই মিষ্টি নায়িকাই এবার পড়লেন সকলের রোষানলে। কারণ হল সেই নাচের ভিডিয়ো। যা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের বড় একটা অংশ। দেখা যাচ্ছে টু পিস কো-অর্ড সেটে কোমর দোলাচ্ছেন অনামিকা। শরীর চাপা স্কার্টের একদিক কাটা। আর ক্রপ টপ থেকে স্পষ্ট ফুটে উঠেছে অনামিকার বক্ষ বিভাজিকা। খোলা চুল। কানো বোহ রিং। আরও পড়ুন: মিঠাই-এর ক্যামেরাম্যানও চলে গেল টিম ফুলকিতে! মন খারাপ আরও বাড়ল সবার

তবে অনামিকার এই নাচ একেবারেই ভালো লাগেনি নেটপাড়ার। একজন কটাক্ষ করে কমেন্ট করলেন, ‘এটা কীভাবে নাচ করছ! অশ্লীল লাগছে দেখতে। এভাবে খ্যাতি পাওয়ার কী দরকার।’ আরেকজন লিখলেন, ‘এইসব পোশাক না পরলে মনে হয় আজকাল বিখ্যাত হওয়া যায় না। শরীর দেখিয়ে বিখ্যাত হওয়ার মানসিকতা জঘন্য, নিম্নরুচির। মানসিকতা বদল হওয়া দরকার।’ তৃতীয়জন অনামিকার শরীর নিয়ে কটাক্ষ করে লিখলেন, ‘আগে শরীরটা ঠিক করো। তারপর এসব পোশাক পরবে।’ চতুর্থজনের মন্তব্য, ‘তুমি কি বাংলার উরফি জাভেদ হওয়ার চেষ্টায় আছো? নাকি হাতে কাজ নেই বলে এভাবে নেচে পয়সা রোজগার করবে?’ যদিও এসব কটাক্ষে মুখ খোলেননি অনামিকা। আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইকে অনুষ্কা-অমিতাভ! নেটপাড়ায় ক্ষোভ, হস্তক্ষেপ মুম্বই পুলিশের

ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ ও ‘রাজযোটক’-এ কাজ করেছেন অনামিকা। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘হোলি ফাক’ ওয়েব সিরিজে। বর্তমানে হিয়া থুরি অনামিকা সম্পর্কে আছেন উদয় প্রতাপ সিং-এর সঙ্গে। মাসকয়েক আগেই নিজেদের প্রেমে শিলমোহর দিয়েছেন দুজনে। জানিয়েছেন বিয়ের পরিকল্পনাও আছে তাঁদের। যদিও বড়সড় করে বিয়ে করার কথা ভাবছেন না কেউই। কেবল ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরাই থাকবেন সেই বিয়েতে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন