বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘অহংকার ছিল…’, স্বামীর কাছে লাঞ্ছনা সয়েছেন অনামিকা! গায়ের রঙ কালো দেখে কেঁদেছিলেন শাশুড়িও

‘অহংকার ছিল…’, স্বামীর কাছে লাঞ্ছনা সয়েছেন অনামিকা! গায়ের রঙ কালো দেখে কেঁদেছিলেন শাশুড়িও

স্বামীর কাছে লাঞ্ছনা সয়েছেন অনামিকা!

পর্দায় অনামিকা সাহার অভিনয় সকলকে মুগ্ধ করলেও, সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনওই প্রশংসা পাননি তিনি। এমনকি তাঁর এই অভিনেতা সত্ত্বাকেও খুব একটা গুরুত্ব দেননি তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন কেবল শ্বশুরের কথাতেই তিনি রয়ে গিয়েছেন সেই বাড়িতে।

টলিউডে এক সময় জমিয়ে কাজ করেছেন অনামিকা সাহা। একদিকে যেমন দাপুটে ভিলেন, অন্যদিকে স্নেহময়ী মা। তাঁর অভিনেতা জীবনের ঝুলিতে নানা স্বাদের চরিত্র ভরা। তবে সবচেয়ে বেশি যে চরিত্রের জন্য তিনি পরিচিত তা হল 'বিন্দু মাসি'। কিন্তু পর্দায় তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করলেও, সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনওই প্রশংসা পাননি তিনি। এমনকি তাঁর এই অভিনেতা সত্ত্বাকেও খুব একটা গুরুত্ব দেননি তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন কেবল শ্বশুরের কথাতেই তিনি রয়ে গিয়েছেন সেই বাড়িতে।

আড্ডা স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেলে এই বিষয়ে তিনি মুখ খুলেছেন। তিনি জানান বাপের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি কোনও পরিবারের মানুষকেই তিনি তাঁর অভিনয় জীবনে পাশে পাননি। 'বেদের মেয়ে জ্যোৎস্না'র বিরাট সাফল্যের পরও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তা নিয়ে কোনও কিছুই বলেননি তাঁকে। আসলে তাঁদের মধ্যে কেবল ইংরেজি ছবি দেখারই তখন চল ছিল।

আরও পড়ুন: হাতে চোট, মুখ ভর্তি দাড়ি, বাইকের পিছনে দক্ষিণী সুন্দরীকে নিয়ে উত্তরবঙ্গে কার্তিক! কী হল হঠাৎ?

এক্ষেত্রে স্বামী বোধিসত্ত্ব মজুমদারও ব্যতিক্রম ছিলেন না, অথচ তিনিও বাংলা ছবিরই একজন জনপ্রিয় অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনামিকা বলেন, ‘আমার বরের সঙ্গে যখন প্রেম হল তখন তিনি লাইট হাউস, গ্লোব এই সব ছবি দেখতেন। সবটাই ইংরেজি ছবি। প্রথমে সে মুম্বইতে ছবির কাজের জন্য চেষ্টা করে ছিল। তারপর কলকাতায় ফিরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে এম এ করল। করে শোভনলাল মুখোপাধ্যায়ের গোষ্ঠীতে থিয়েটারে যোগ দেয় সে। শোভনদা আকাশবাণীতে ছিলেন। আমিও তখন রেডিয়ো নাটকের জন্য অডিশন দিই। তারপর শোভনদা ওঁর গ্রুপে আমাকেও নেন।' সেখানেই একটি নাটক করতে গিয়ে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে অনামিকার দেখা হয়।

তবে এরপরই প্রেমে পড়েননি তাঁরা। মাঝে গড়িয়েছে অনেকটা জল। একবার একটা ছবির ডবিংয়ের সময় তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। সেই সময় একপ্রকার বোধিসত্ত্ব হাত ছাড়িয়ে ডাবিং স্টুডিয়োয় ঢুকে পড়েন অনামিকা। আর হাত ছাড়িয়ে চলে আসতে গিয়ে বোধিসত্ত্বর জামার কিছুটা অংশ ছিঁড়ে যায়। আর সেই ছেঁড়া জামা পরেই ঘন্টার পর ঘণ্টা বোধিসত্ত্ব বসে থাকেন ডাবিং স্টুডিয়োয়। অনামিকা জানান সেই সময় সৌমিত্র চট্টপাধ্যায় নাকি বলেছিলেন, ‘কী হল অনামিকা, দেবদাস বানিয়ে ফেলেছ তো একেবারে।’ তারপরই অভিনেত্রী বলেন, ‘আসলে ওঁর মধ্যে একটা জেদ ছিল। এই ভাবেই হয়েছিল।’

আরও পড়ুন: ডান্স বাংলা ডান্সে নিজের জন্য হিরোইন বেছে নিলেন যিশু, ভিলেন মিঠুন! কার কাছে গেল প্রস্তাব

তবে তাঁদের মধ্যে প্রেম থাকলেও নাকি চিরকালই থেকেছে ইগোর লড়াই। অনামিকা জানান রূপের নাকি দম্ভও ছিল তাঁর স্বামীর মধ্যে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ও অনেক সুন্দর। আমি ওঁর মতো ফর্সা নই। ওই রকম গ্ল্যামারাস নই। হয়তো ছবিতে ভালো লাগত আমাকে। কিন্তু এমনিতে তো তা নই। তাই ওঁর মধ্যে একটা অহংকার ছিল। কারণ উত্তম কুমারের স্ত্রী ওঁকে দেখে বলেছিলেন, ‘ওমা এ তো উতু রে’। উত্তম কুমারকে নাকি ছেলেবেলায় ওরকম দেখতে ছিল। সেই জন্য একটা দম্ভ ছিল ওঁর মধ্যে।'

সেই সূত্রেই তিনি তাঁদের একটি নাটকের প্রসঙ্গ টেনে বলেন, ‘যেমন ‘শয়তান’ নামে একটা নাটক আমরা একসঙ্গে করেছিলাম। সেখানে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন বোধিসত্ত্ব। ওই নাটকটা শেষ হওয়ার পর যখন সবাই দেখা করতে এসেছিলেন। তাঁরা বলছিলেন, ‘অনামিকা কী ভালো করেছ তুমি কী ভালো হয়েছে।’ তখন আমার বর, যদিও তখনও আমাদের বিয়ে হয়নি। ও এসে দাঁড়াল। ও দাঁড়াতেই অনেকে বলল বোধিদা আপনাকে যা সুন্দর দেখাচ্ছিল না। তখন ও রেগে গিয়ে বলেছিল, ‘আমাকে শুধু সুন্দর দেখাচ্ছিল। কেন আমি কি অভিনয়টা ভালো করতে পারিনি।’ তখন বিজয় রায়, যাঁর হাত ধরে অভিনয় জগতে এসেছিলাম, তিনি বলেছিলেন, এঁর সঙ্গে বিয়ে করলে একটা ইগোর লড়াই হতে পারে।’

অনামিকা জানান সত্যি তাঁদের মধ্যে একটা ইগোর লড়াই হয়েছিল। অনামিকা জানান এতগুলি দিন যে তিনি বোধিসত্ত্বর সঙ্গে কাটিয়েছেন, এখনও এই বিষয় রয়েছে। কিন্তু তাও একসঙ্গে থাকার সিদ্ধান্ত কেন নিলেন অনামিকা? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বিয়ে দিয়ে যখন আমার শ্বশুরমশাই এই বাড়িতে এনেছিলেন তখন আমাকে হাত ধরে বলেছিলেন, ‘তুমি মুজমদার বাড়ির বউ হলে। কোনও দিন কোনও কিছু হলে এই বাড়ি ছেড়ে যাবে না’। আমি সেটাই মেনে চলি। তাঁরা কেউ বেঁচে নেই। কিন্তু যেখানেই থাকুন দেখতে পাচ্ছেন।’

তাছাড়াও অভিনেত্রী জানান তাঁর গায়ের রঙ চাপা ছিল বলে তাঁকে দেখতে গিয়ে নাকি তাঁর শাশুড়ি কেঁদেছিলেন। শুরুতে অবশ্য একথা বোঝেননি তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার শাশুড়ি আমাকে যেদিন দেখতে গিয়েছিলেন আমাকে দেখতে গিয়ে কাঁদছিলেন। ওঁকে মেমসাহেবের মত দেখতে ছিল।' পরে এই বিষয়ে তিনি বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলে তিনি অনামিকাকে বলেন, ‘তুমি কালো তাই।’ তখন অনামিকা বলেছিলেন, ‘আমি কালো তা তুমি জানতে না? তুমি আমাকে পছন্দ করলে কেন?’ এই প্রশ্নে বোধিসত্ত্ব বলেন, ‘বিয়ে তো আমার মা করবেন না আমি করব।’ এই প্রসঙ্গে অনামিকা বলেন, 'এটা ঠিক নয়। ছেলেমানুষি করে তখন হয়তো কথাটা বলেছিল। কিন্তু সেটাই সত্যি হয়ে গেল, আমি সুন্দরের জায়গাতেই হেরে গেলাম।'

বায়োস্কোপ খবর

Latest News

ভান্স-মোদী বৈঠকের দিনে… চিনের ‘প্রকৃত বন্ধু হতে চাই ’ বার্তা ইউনুসের! বাবা এক, মা আলাদা! সৎ দাদা সানির নামে হঠাৎ কী লিখলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল ‘মরব তবু উঠব না’, এসএসসি ভবনের সামনে আছড়ে পড়ল শিক্ষক বিদ্রোহ, এবার মরণপণ! জীবনের মোড় ঘুরিয়ে সাফল্য দিতে পারেন বুধ! তাঁর গোচরে লাকি তুলা সহ বহু রাশি গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য লম্বা চুল চান? সেদ্ধ ভাত দিয়ে তৈরি করুন সেরা হেয়ার মাস্ক ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না, ওসব ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা’! অনলাইনে ছাড়ের রমরমা! কাশ্মীরে ‘পাঠকের’ অভাবে বন্ধ হল ঐতিহ্যবাহী বিপণী ‘ঘি,লেবু দিয়ে কোনওমতে…’হোয়াটস অ্যাপে কী লিখতেন খুন হওয়া প্রাক্তন ডিজিপির স্ত্রী? ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির

Latest entertainment News in Bangla

বাবা এক, মা আলাদা! সৎ দাদা সানির নামে হঠাৎ কী লিখলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির গান ছেড়ে এসব! ইন্ডিয়ান আইডল জিতে মানসী পান ২৫ লাখ, এবার দিলেন নতুন ব্যবসা-র খবর ৬ বার সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা! ‘মেয়েরা করলে বেশ্যা…', বললেন নায়িকা সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন ইলন মাস্কের মা, সঙ্গ দিলেন জ্যাকলিন সমকামী প্রেম পেল পরিণতি! দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন 'মুসলিম হতে পারি, তবে শিব আমাকে শান্তি দেন, উনিই আমাকে ডেকেছিলেন…' বলছেন নুসরত ক্যালিফোর্নিয়ায় ছুটির মেজাজে শুভশ্রী, ‘মেয়ে কই?' প্রশ্ন নেটপাড়ার ৪৭ বছরেও পুলিশ অফিসারের বেশে ফাটাফাটি রানি, প্রকাশ্যে ‘মর্দানি ৩’র লুক 'দৃশ্য বাদ যাওয়ায় খারাপ লাগে, তবে প্রশ্ন তুলিনি…', ‘জওয়ান’ বিতর্কে বললেন বিরাজ

IPL 2025 News in Bangla

গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন কৃতজ্ঞতা জানালেন হিটম্যান? শ্রেয়সের সামনে কোহলির সেলিব্রেশনই শেষ নয়! PBKSকেও এবার খোঁচা দিয়ে পোস্ট RCB-র নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন অভিষেকের ফেরায় কি বদলাবে KKR-র ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.