আনন্দ এল রাইয়ের জিরো ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে নিজেকে বেশ কয়েক বছরের জন্য পর্দা থেকে সরিয়ে নেন শাহরুখ। পাঠান দিয়ে ফের কামব্যাক করেন। কিন্তু তাতে কি কিং খানের সঙ্গে আনন্দের সম্পর্কের অবনতি হয়েছিল? কেমন তাঁদের দুজনের মধ্যে রসায়ন? কী জানালেন চিত্রনির্মাতা?
আরও পড়ুন: 'সৎ লোকেরা থাকছে না...', বুদ্ধদেবকে শেষ বিদায় জানাতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন শুভাপ্রসন্ন
শাহরুখের প্রসঙ্গে কী জানালেন আনন্দ এল রাই?
নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি আনন্দ এল রাই তাঁর এবং শাহরুখের সম্পর্কের প্রসঙ্গে কথা বলেছেন। সেখানেই তিনি জানিয়েছেন শাহরুখ আসলে একজন ফাইটার। জিরো বক্স অফিসে না চললেও সেটা তাঁদের সম্পর্ককে প্রভাবিত করেনি। তাঁর কথায়, 'শাহরুখের মতো অভিনেতা, মানুষ এবং তারকার সঙ্গে কখনই মনোমালিন্য হয়নি। উনি কারণ ছবি নিয়েই ভাবেন বা থাকেন সেটা নয়। উনি তার থেকে অনেক বেশি। জিরো বানানোর সময়টা আমার জীবনের সেরা সময়। শাহরুখের সঙ্গে সময় কেটেছিল। আর তখন সময়টা খালি ছবি বানানোর ছিল না। জীবনকে বোঝারও ছিল।'
তিনি এদিন কিং খান সম্পর্কে আরও বলেন, ' ওই কবছরে উনিই আমায় জীবনের পাঠ পড়িয়েছেন। যদি বলেন ওঁর থেকে কী শিখেছি তাহলে বলব লড়াই করতে শিখেছি ওঁর থেকে। উনি একজন দারুণ ফাইটার। একজন ম্যাজিশিয়ান। উনি জানেন কীভাবে ফিরে আসতে হয়। নিজের পথ কী করে তৈরি করতে হয়। ওঁর সঙ্গে আমার সমীকরণ মোটেই বদলায়নি। হিট ফ্লপ দেখে শাহরুখ কারও সঙ্গে সম্পর্ক খারাপ করে না।'
আরও পড়ুন: কেবল ভাত-মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
শাহরুখের আগামী ছবি
শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করছেন। কিং খানের সঙ্গে এখানে তাঁর মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এটি একটি ভরপুর অ্যাকশন ছবি হবে। শাহরুখকে এখানে ডনের চরিত্রে দেখা যাবে বলেই জানা গিয়েছে। তাঁকে শেষবার তাপসী পান্নুর সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।