সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে এক বছর ১০ এর মেয়ে রক গিটার বাজিয়ে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। আর ইউ ভিডিয়ো শেয়ার করেছেন খোদ আনন্দ মাহিন্দ্রা। জানিয়েছেন সেই মেয়েটিকে দিয়ে তিনি মাহিন্দ্রা ব্লুজে পারফর্ম করাবেন।
আরও পড়ুন: 'যে খাবারগুলো কেউ খেত না...' অতিথিদের বাসি খাবার খেতে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
আরও পড়ুন: দ্বিতীয় দিনে প্রায় ৪৫ শতাংশ কমল কল্কি ২৮৯৮ এডির আয়! ২ দিনে মোট কত ঘরে তুলল প্রভাস - দীপিকার ছবি?
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে মায়া নীলকন্ঠ নামক একটি মেয়ে ঘাঘরা চোলি পরে গিটার বাজাচ্ছে। তার বয়স মাত্র ১০ বছর। কিন্তু এই বয়সেই সে যেভাবে রক গিটার বাজাচ্ছে তাতে সকলকেই চমকিত হয়েছে। বিচারকরা তো বটেই, দর্শকরা পর্যন্ত মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়েছেন।
আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'হে ঈশ্বর! মায়া নীলকন্ঠের মাত্র ১০ বছর বয়স, ১০। সত্যিই ও দেবীদের দেশের রকের দেবী।' প্রায় চার মিনিটের এই ভিডিয়োটি টুইটারে আনন্দ মাহিন্দ্রা শেয়ার করার পর কয়েক হাজার বার রিপোস্ট করা হয়েছে। কমেন্ট পড়েছে বহু।
বিচারক সিমন মায়াকে রক দেবীর আখ্যা দেন। জানান মায়ার পারফরমেন্স তিনি মন্ত্র মুগ্ধের মতো শুনেছেন এবং দেখেছেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এখনই এই, বড় হলে না জানি আরও কত বড় শিল্পী হবে!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অনবদ্য পারফরমেন্স। মন্ত্র মুগ্ধের মতো শুনে গেলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পাক্কা রক পারফরমেন্স ভারতীয় ছোঁয়ার সঙ্গে। দুর্দান্ত।'