অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এখন বিবাহিত! কয়েক মাস ধরে চলা প্রাক-বিবাহ উৎসবের পরে, এই দম্পতি মুম্বইতে শুক্রবার ১২ জুলাই বাঁধা পড়লেন। বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে শুক্রবার বিকেলের পর থেকেই জমে উঠেছিল আসর।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে বিয়ের পরে প্রকাশিত প্রথম ভিজ্যুয়ালগুলিতে দেখা গিয়েছে এক গাল হাসি নিয়ে। তাঁদের বরমালা-র ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
বরমালার সময় দম্পতিকে ঘিরে রেখেছিলেন পরিবার ও বন্ধুরা। আর পাঁচটা বিয়ের মতোই হাসিঠাট্টার সঙ্গে একে-অপরের গলায় মালা পরিয়ে দেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বরমালা অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে বরের বোন ইশা আম্বানি পিরামল এবং কনের বোন অঞ্জলি মার্চেন্ট মাজিথিয়াকে।
আরও পড়ুন: ভাইপোর বিয়েতে যাননি, সৌজন্য দেখিয়ে আম্বানি পরিবারের নিমন্ত্রণে বিয়েবাড়িতে মমতা
বরমালার পর আনন্দে একে-অপরকে ধরে নাচতে থাকেন রাধিকা-অনন্ত। এত বছরের প্রেমের পর, অবশেষে সম্পর্ককে নতুন নাম দিয়ে খুশিতে ডগমগ ছিলেন বর আর কনে দুজনই।
আরও পড়ুন: ঐশ্বর্যকে ছাড়াই সপরিবারের আম্বানিদের বিয়েতে বচ্চনরা! মেয়েকে নিয়ে একা এলেন বউমা
নীচে তাদের মজাদার বরমালা-র অনুষ্ঠানটি দেখুন:
নাক ধরে কি টানল শাশুড়ি?
রাধিকা এখন আম্বানিদের ছোটি বহু। বিয়ের জন্য তিনি বেছে নিয়েছিলেন আবু জানি সন্দীপ খোসলার পোশাক।
আরও পড়ুন: লাল পোশাকে ঝরে পড়ছে মাতৃত্বকালীন লাবণ্য! অনন্ত-রাধিকার বিয়েতে হবু মা দীপিকা
বরমালার পরে একটি ‘পোনখনু’ অনুষ্ঠান হয়েছিল যেখানে কনের মা বরকে মণ্ডপে স্বাগত জানান। ভিডিয়োতে অনন্ত আম্বানিকে স্বাগত জানাতে দেখা যাচ্ছে রাধিকা মার্চেন্টের মা শায়লা মার্চেন্টকে। এই নিয়মে শাশুড়িরা নাক ধরে টানে তাঁদের জামাইরাজার। ভিডিয়োতে স্পষ্ট বরের বাড়ির লোকেরা নাক চেপে রেখেছে অনন্তের।
অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান এবং খোলো কার্দাশিয়ান, স্যামসাং চেয়ারম্যান লি জে-ইয়ং, শাহরুখ খান, সলমন খান, দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের এ-লিস্টাররা। এছাড়াও ছিলেন ভিকি-ক্যাটরিনা, জাহ্নবী-শিখর, রণবীর-আলিয়ারা
বাবার হাত ধরে মণ্ডপে প্রবেশ করেছিলেন রাধিকা। সেই বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তোলেন শ্রেয়া ঘোষাল। লাইভ পারফর্ম করেন তিনি আম্বানিদের ছোটি বহুরানির এন্ট্রিতে।
তবে আম্বানিদের বিয়েতে আসা নিয়ে চর্চায় বচ্চন পরিবার। কেন না, মা-বোন জয়া আর শ্বেতার সঙ্গে বিয়েবাড়িতে আসেন অভিষেক বচ্চন। আর সবাইকে অবাক করে মেয়ে আরাধ্যাকে নিয়ে একা আসেন ঐশ্বর্য।
এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এদিনকে।