বিগত বেশ কয়েকদিনে সংবাদ মাধ্যমের শিরোনাম ছিনিয়ে নিয়েছিল মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের খবর। তারকা খচিত এই বিয়ের আপডেট দেখে কোথাও যেন মনে হয়েছিল, সেখানে আপনি থাকতে পারলেও বেশ হতো। কিন্তু সাধ থাকলেও বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলে ভিডিয়ো বা ছবি দেখা ছাড়া আর কোনও উপায় ছিল না আপনার কাছে।
কিন্তু আর মন খারাপ করবেন না। এবার আপনিও যেতে পারেন সেই স্থানে, যেখানে মাত্র কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের NMACC - কে দ্বিতীয় বেনারস করে তুলেছিলেন আম্বানি পরিবার। হিন্দু সংস্কৃতির জলজ্যান্ত নিদর্শন উঠে এসেছিল এই অনুষ্ঠানের মাধ্যমে। এবার আপনিও সাক্ষী হতে পারেন এই অনুষ্ঠানের, তবে একটু অন্যরকম ভাবে।
(আরও পড়ুন: আজ জাতীয় পতাকা দিবস, এই উপলক্ষে জানুন তেরঙ্গা ইতিহাস, তাৎপর্য)
সম্প্রতি Liveitupwithrajeev নামের একটি Instagram অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, NMACC - তে প্রবেশ করতেই যেন মনে হচ্ছে সামনে রয়েছে আস্ত একটি বেনারস। আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে যেভাবে সাজানো হয়েছিল NMACC কে, ঠিক সেই ভাবেই সজ্জিত রয়েছে সবকিছু।
সামনে ঢুকতেই দেখা গেল বিরাট বড় ফুলের বাঘ, ফুড স্টলগুলিও একইভাবে অক্ষত রয়েছে। এখন গেলেও সেখানে আপনি পেয়ে যাবেন বেনারসের বিভিন্ন চাট, পেয়ে যাবেন বেনারসের পুতুল, এক কথায় আপনি কিছুক্ষণের জন্য বুঝতে পারবেন না আপনি বেনারসে রয়েছেন নাকি মুম্বাইতে।
(আরও পড়ুন: ঝড়ের গতিতে বাড়ছে চাঁদিপুরা ভাইরাস, কেন সব থেকে বেশি হচ্ছে আক্রান্ত শিশুরা)
শুধু সাজসজ্জা নয়, ২০০ টাকার বিনিময়ে ১০ মিনিটের জন্য আপনি দেখতে পাবেন ‘১০ অবতার’। ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের বিবরণ আপনি দেখতে পাবেন ওই ১০ মিনিটের মধ্যেই। সবমিলিয়ে আপনার সারাদিন কাটবে মন্ত্রমুগ্ধের মতো। আগামী ২৮ জুলাই পর্যন্ত আপনি এই সবকিছু দেখার সুযোগ পাবেন, তাই আর দেরি না করে এখনই চলে যান NMACC, আর সাক্ষী থাকুন একটি সুন্দর অভিজ্ঞতার।