দিনটা ১২ জুলাই, শুক্রবার। গোটা মুম্বইজুড়ে তখন সাজো সাজো রব। বিয়েতে হাজির দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। অবশেষে আসে সেই শুভক্ষণ। তখন দীর্ঘদিনের বান্ধবী রাধিকাকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে নতুন বর অনন্ত। ঠিক কেমন ছিল সেই মুহূর্ত?
বর অনন্তের পরনে ছিল হলুদ শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। বিয়ে করতে যাওয়ার জন্য অনন্ত তখন ঘোড়ায় চড়ে বসেছে। তাঁকে ঘিরে রয়েছেন বরযাত্রীরা। জোড়ে জোড়ে বাজনা বাজছে। অনন্তকে ঘিরে তখন বরযাত্রীরা নাচছিলেন। হাত তুলে সকলকে ইশারায় আরও জোরে জোরে নাচার কথা বললেন অনন্ত আম্বানি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন শানায়া কাপুর সহ আরও অনেক বলি তারকা। শাহরুখ-গৌরী, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, কে না ছিলেন সেখানে!
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরই মাঝে সোশ্যালে উঠে এসেছে বিয়ের ঠিক আগে বর-কনে অনন্ত-রাধিকার প্রথমবার মুখোমুখি হওয়ার মুহূর্তটি। যেখানে রাধিকার বাবা বীরেন মার্চেন্ট তাঁদের মেয়ে রাধিকাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেন। অন্যদিকে অনন্তর হাত ধরে মঞ্চে নিয়ে আসেন বৌদি শ্লোকা মেহতা, দিদি ইশা আম্বানি, দাদা আকাশ আম্বানি ও আম্বানিদের জামাই আনন্দ পিরামল। এরপরই হয় মালাবাদল অনুষ্ঠান। সোশ্যালে ভাইরাল হয়েছে সেই মুহূর্তগুলি।
শুক্রবার অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল গোটা বলিউড, কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এসেছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিয়োতে যেখানে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে তাঁদের বিয়ের শপথ নিতে দেখা যাচ্ছে।। মাইক্রোফোন হাতে নিয়ে মুকেশ আম্বানির ছোট বউমা ইংরাজিতে বলেন, 'আমরা যেখানে আছি সেখানটাই ভালোবাসায় ভরে উঠবে... আমরা যেখানেই যাই না কেন, সেখানেই আমরা একসঙ্গে থাকব।
অন্যদিকে, অনন্ত আম্বানি হিন্দিতে রাধিকার শপথবাক্যের জবাব দেন। আম্বানি পুত্র বলেন, ‘শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আমরা একসাথে আমাদের সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করব। আমাদের বাড়ি একটা জায়গা হবে না। এটি ভালবাসা এবং একত্রিত হওয়ার অনুভূতি হবে, আমরা যেখানেই থাকি না কেন…জয় শ্রীকৃষ্ণ’।
বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার ১৩ জুলাই ছিল শুভ-আশীর্বাদ অনুষ্ঠান। এরপর ১৪ জুলাই অর্থাৎ আজ রবিবার রয়েছে অনন্ত-রাধিকার রিসেপশন পার্টি।