বেশ কয়েক দফা প্রাক-বিবাহের অনুষ্ঠান। বিয়ের মূল অনুষ্ঠান ও বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের পর, এবার কিছুটা একান্তের সময় কাটাচ্ছেন নবদম্পতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বর্তমানে পানামায় রয়েছেন, সেখানেই তাঁদের মধুচন্দ্রিমা উদযাপন করছেন। শেয়ার করে নিয়েছেন নানা মুহূর্তের ছবি। সেখানকার এক দোকানে তাঁদের ঠান্ডা ঠান্ডা দই খেতে দেখা গিয়েছে।
তবে দম্পতি দই খেয়েই ক্ষান্ত হননি, পিঙ্কবেরি পানামার (দইয়ের বিখ্যাত দোকান) কর্মীদের সঙ্গে একটি ছবিও তুলেছেন। ছবিতে রাধিকাকে একটি স্ট্রাইপড টপ এবং জিন্স পরতে দেখা গিয়েছিল। অন্যদিকে, অনন্তর পরনে ছিল একটি ট্রপিকাল প্রিন্ট শার্ট। বলাই বাহুল্য অনন্ত এখন নানা সময় এই ট্রপিকাল প্রিন্ট শার্ট পরে থাকেন, তাই খুব স্বাভাবিক ভাবেই এটি তাঁর সিগনেচার লুক হয়ে উঠেছে।
আরও পড়ুন: আমি জীবনে উত্তেজনা চাই, ছকে বাঁধা সহজ জীবন আমার কাছে খুবই বোরিং: দেবচন্দ্রিমা
ছবিটি পিঙ্কবেরি পানামার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই দোকানটিতে ঠান্ডা দই পরিবেশন করে হয়, এর বিশেষত্ব হল এখানে গ্রাহকরা বিভিন্ন টপিং দিয়ে নিজের মতো করে এটি কাস্টমাইজ করে নিতে পারেন। ছবিটি শেয়ার করে তাদের পক্ষ থেকে ক্যাপশন দেওয়া হয়েছে, 'অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এখানে আসায় আমরা সত্যি খুব খুশি। আমাদের বেছে নেওয়ার জন্য ওঁদের অনেক ধন্যবাদ জানাই। পানামায় স্বাগতম!'
প্রসঙ্গত, অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে। তিনি তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে ১২ জুলাই মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন। সেখানে বলিউড, টলিউড ও হলিউডের তারকারা উপস্থিত ছিলেন। এছাড়াও ক্রীড়া জগৎ থেকে সঙ্গীত জগতের পরিচিত সব মুখেরা ভিড় জমিয়েছিলেন। আমন্ত্রিত ছিলেন বিশ্বের বিশিষ্ঠ সব ব্যবসায়ী এবং দেশের সমস্ত রাজ্যের রাজনিতিবিদেরা।
আরও পড়ুন: যারা বলে আমি অভিনয় করতে পারি না, তাদের বলব যে আমাকে সুযোগই দেওয়া হয়নি: কৌশানী
মুম্বইয়ে গাঁটছড়া বাঁধার পর, নবদম্পতি জামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখানে আম্বানি পরিবার একটি বড় এস্টেটের মালিক। সেখানে তাঁরা প্রথম প্রাক-বিবাহের অনুষ্ঠানও উদযাপন করেছিলেন। বিয়ের পরও প্রথম সেখানেই যান। জামনগরেও দম্পতির রাজকীয় অভ্যর্থনা হয়। তারপর তাঁদের বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের আসর বসে লন্ডনে। এরপর নবম্পতিকে অলিম্পিকের মাঠেও পরিবারের সঙ্গে দেখা যায়। তাদের হানিমুনের জন্য কোস্টারিকাতে যাওয়ার আগে তাঁদের প্যারিসে দেখা গিয়েছিল।
প্যারিসে থাকাকালীন, আম্বানি পরিবার অর্থাৎ মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট-সহ সকলেই ফোর সিজন হোটেল জর্জ ভি-তে ছিলেন। এটাই ইউরোপের একমাত্র ছয় তারা হোটেল।
প্যারিসের পরে, তাঁরা কোস্টারিকাতে সময় কাটানোর জন্য কাসা লাস ওলাসে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে পুরো ভিলা একরাতের জন্য বুক করার মূল্য $২৩,০০০ থেকে শুরু হয়।
অনন্ত ও রাধিকা কোস্টারিকার প্রতিবেশী মধ্য আমেরিকার দেশ পানামাতে হানিমুনে ব্যস্ত। এই সপ্তাহের শুরুতে তাঁরা পানামার একটি হিন্দু মন্দিরে গিয়েছিল, সেখানে থেকে তাঁরা একটি ছবিও শেয়ার করেছিলেন।