আগামী জুলাই মাসের ১২ তারিখ সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। সেই স্কুল লাইফ থেকে তাঁরা বন্ধু এবং প্রেমিকা। কিন্তু বিয়ের বেশ কয়েক মাস আগেই মার্চের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত চলল মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে এবং বীরেন মার্চেন্টের মেয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শেষ দিনেই আম্বানি পরিবারের অংশ হয়ে উঠলেন রাধিকা। হল তাঁর এবং অনন্তের হস্তাক্ষর অনুষ্ঠান।
কী ঘটল অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিন?
রাধিকা এদিন একটি প্যাস্টেল সাদা রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁকে সম্পূর্ণ ভাবে সঙ্গত দেন অনন্ত আম্বানি। এদিনের হস্তাক্ষর অনুষ্ঠানের সময় রাধিকার জন্য বাবা মা এবং গোটা পরিবারের সঙ্গে প্যাসেজের একদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনন্ত।
অন্যদিকে তখন বলিউডের অভিনেত্রীদের মতো গানের সুরে সুরে নেচে অনন্তের দিকে এগিয়ে আসেন রাধিকা। স্টেজের কাছাকাছি এলে তাঁকে হাত ধরে উঠিয়ে নেন অনন্ত।
কারা কারা ছিলেন এদিনের অনুষ্ঠানে?
অনন্ত রাধিকার হস্তাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা। এসেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, রজনীকান্ত, হলিউডের গায়ক একন, প্রমুখ।
আরও পড়ুন: হাজারো অতিথিকে সামলানোর ব্যস্ততা, তার মাঝেই ছোট্ট রাহার সঙ্গে খেলায় মাতলেন হবু বর অনন্ত!
আরও পড়ুন: ছেলের বিয়েতে প্রেমের সাগরে ভাসলেন মুকেশ আম্বানি, নীতার সঙ্গে নাচলেন 'পেয়ার হুয়া'য়
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।