জমজমাট প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতে কী কী হয় সেটা জানার জন্য মুখিয়ে আছেন সকল দেশবাসী। প্রিওয়েডিংয়ে রিহানার পর আম্বানিদের সঙ্গীত অনুষ্ঠানে এসে পারফর্ম করে গিয়েছেন জাস্টিন বিবার। এবার সকলে এটা জানার জন্য মুখিয়ে আছেন যে বিয়েতে কারা কারা পারফর্ম করবেন। এবার সেই তথ্যই প্রকাশ্যে এল।
আরও পড়ুন: অন্য গায়কদের হিন্দি গানের ভিড়ে পুরনো বাংলা গানেই NABC -র আসর জমালেন শ্রেয়া, নিমেষে ভাইরাল ভিডিয়ো
অনন্ত রাধিকার বিয়েতে কারা পারফর্ম করবেন?
রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক স্তরের কয়েক জন শিল্পী অনন্ত রাধিকার বিয়েতে পারফর্ম করতে পারেন। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন।
জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ। অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান চলবে ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত।
সূত্রের খবর অনুযায়ী 'এই গায়করা কিছু আধ্যাত্মিক গান গাইবেন, কিছু শ্লোক গাইবেন। এর মধ্যে সোনু নিগম অবশ্যই ভাবে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গাইবেন। ইতিমধ্যেই গোটা বিষয়ের রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। সমস্ত শ্লোক পাঠ করা হবে সংস্কৃততে। প্রতিটি গান কম্পোজ করেছেন অজয় অতুল।'
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই বিয়ে করবেন। আগামী শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।