নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে শুক্রবার রাতে বসেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীতের আসর। আগামী ১২ই জুলাই সাত পাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে। প্রাক-বিয়ের জমাটি অনুষ্ঠান যেমন থামছে না। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছেন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। সাবেকি পোশাকে এদিন নজরকাড়া বাস্তবের মিস্টার অ্যান্ড মিসেস মাহি।
ভিডিওটি দেখুন এখানে:
মিস্টার অ্যান্ড মিসেস ধোনির সাজ
এদিন সাদা কুর্তা, পাজামা এবং ফুলেল কাজ করা জহর কোটে পাওয়া গেল ধোনিকে। আইভরি ও রূপোলি লেহেঙ্গায় দ্যুতি ছড়ালেন ধোনি-পত্নী। বউয়ের উপর থেকে চোখ সরল না ধোনির। আম্বানিদের অনুষ্ঠান মানেই চাঁদের হাট। সেই তারকার মেলায় এদিন সামিল ক্যাপ্টেন কুল ও তাঁর সহধর্মিণী।
অনন্ত-রাধিকার সঙ্গীতের চোখ ধাঁধানো লুক
সঙ্গীতে হবু বউয়ের হাত ধরে গ্র্যান্ড এন্ট্রি নিলেন নীতা-মুকেশ পুত্র। এদিন কালোর উপর সোনালি এমব্রয়ডারি করা বন্ধগলায় পাওয়া গেল অনন্তকে। অন্যদিকে কাঁধখোলা ব্লাউজ আর ভারী কাজের লেহেঙ্গাতে দেখা মিলল রাধিকা মার্চেন্টের।
জাস্টিন বিবার গাইবেন সঙ্গীতের আসরে
কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার শুক্রবার সকালে এই হাই প্রোফাইল বিয়ের সংগীতে পারফর্ম করতে ভারতে পৌঁছেছেন। সূত্রের খবর, আম্বানি পরিবার ও তাঁদের অতিথিদের জন্য পারফর্ম করতে ৮৩ কোটি টাকা নিচ্ছেন মার্কিন পপ তারকা।
এর আগে জামনগরে অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন পপ ডিভা রিহানা। গত মাসে গায়িকা কেটি পেরি, পপ গ্রুপ ব্যাকস্ট্রিট বয়েজ এবং ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলি ইতালি এবং ফ্রান্সের দক্ষিণে এই দম্পতির ক্রুজ ট্যুর পার্টিতে পারফর্ম করেছিলেন।
অনন্ত ও রাধিকার বিয়ে
মুকেশ আম্বানির হবু বউমা শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে। কয়েক মাস ধরেই অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ উৎসব জারি রয়েছে। আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে জামনগরে গত ১ মার্চ শুরু হয়েছিল তাঁদের প্রি-ওয়েডিং উৎসব।
ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে বিয়ের উৎসব পরিকল্পনা করা হয়েছে। গুজরাটি ঐতিহ্য ও পরম্পরা মেনেই চলছে যাবতীয় অনুষ্ঠান। বিয়ের আসরে অতিথিদের সাবেকি পোশাকে সামিল হওয়ার কথা জানানো হয়েছে।
বিয়ের পর আগামী ১৪ জুলাই, রবিবার হবে মঙ্গল উৎসব বা বিবাহোত্তর সংবর্ধনা। এই জমকালো অনুষ্ঠানের জন্য অতিথিদের 'ভারতীয় চটকদার' পোশাক পরতে বলা হয়েছে। এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট এবার আম্বানি পরিবারে ছোট বউমা হতে চলেছেন।