রাজকীয় বিয়েতে রাজনীতিবিদরা। দেশের সবচেয়ে ধনী ব্যক্তি, মুকেশ আম্বানির ছোট ছেলেকে বিয়ের শুভ কামনা জানাতে, এদিন মুম্বই পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই পাশাপাশি অন্যান্য বিখ্যাত রাজনৈতিক নেতারা তো রয়েছেনই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাননি। তবে, রাধিকা মার্চেন্টের রিসেপশনে তিনি উপস্থিত থাকতে পারেন।
রূপকথার গল্পের প্রতিটি পাতা, আধুনিক মোড়কে, বাস্তব জীবনে সাজিয়েছেন মুকেশ আম্বানি। ছোট ছেলে বলে কথা। নয় নয় করে প্রায় ৫,০০০ কোটি টাকা খরচ করে দিয়েছেন অনন্ত আম্বানির বিয়েতে। রাজকীয় আদলে প্রতিমার মতো বউ রাধিকাকে আহ্বান জানানো হয়েছে পরিবারে।
অনন্ত রাধিকার বিয়েতে এসেছিলেন কোন কোন রাজনীতিবিদ?
অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের রাজকীয় বিয়েতে, আসর বসেছিল সারা দেশের নামি রাজনীতিবিদদেরও। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন মতাদর্শ এবং অঞ্চল থেকে, অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বিয়েতে আশীর্বাদ করতে একত্রিত হয়েছিলেন। এই অতিথিদের মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবার, স্মৃতি ও জুবিন ইরানি, সালমান খুরশিদ ও তাঁর পরিবার, রামদাস আঠাওয়ালে, প্রফুল্ল প্যাটেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও তাঁর পরিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, লালু যাদব এবং তাঁর পরিবার। দেবেন্দ্র ফড়নবিস এবং তাঁর পরিবার, বাবা রামদেব, অখিলেশ যাদব এবং তাঁর পরিবার এবং অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষাণও উপস্থিত ছিলেন এদিন। তাঁদের সকলের উপস্থিতি এবং শুভকামনা, দেশের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলের বিয়ে এই শুভ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।
কোন কোন তারকারা এসেছিলেন?
এই বিয়ের অনুষ্ঠানে নেতাদের পাশাপাশি হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সেলিব্রেটি এবং হলিউড এবং দেশের প্রায় সব শীর্ষ ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন।
আমেরিকান রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তাঁর বোন খোলো কার্দাশিয়ান, নাইজেরিয়ান র্যাপার রেমা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বড় তেল কোম্পানি 'সৌদি আরামকো'-এর সিইও আমিন নাসের, 'স্যামসাং ইলেকট্রনিক্স'-এর চেয়ারম্যান জে লি, পিএলসি-এর প্রধান নির্বাহী এমা ওয়ালমসলে সহ বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
আবার, বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খান থেকে শুরু করে অজয় দেবগন, রণবীর কাপুর, আলিয়া ভাট, টাইগার শ্রফ এবং বরুণ ধাওয়ান পর্যন্ত প্রায় সমস্ত শীর্ষ বলিউড তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি রজনীকান্ত, রাম চরণ এবং মহেশ বাবু সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অনেক অভিনেতা অনুষ্ঠানের অংশ হয়েছিলেন।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, এস শ্রীকান্ত, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ড্য এবং সূর্যকুমার যাদব সহ অনেক ক্রিকেটারও এই রাজকীয় বিয়েতে যোগদান করেছিলেন।
এই বছরের মার্চ থেকে বিয়ের অনুষ্ঠান চলছে। এর আগে মার্ক জুকারবার্গ, বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, জ্যারেড কুশনার, পিটবুল, কেটি পেরি, রিহানা এবং জাস্টিন বিবারের মতো সেলিব্রিটিরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানগুলোতে। প্রাক ওয়েডিং সেলিব্রেশন শেষে শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশেষে শেষ হতে চলেছে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান। শুক্রবার রাত ১১ টার পর মালাবদল সম্পন্ন করেছেন তাঁরা। এখন থেকে সাত জন্মের জন্য একে অপরের হয়ে গিয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।