মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্যর নতুন সিরিজ বোকা বাক্সতে বন্দি। এক জনপ্রিয় অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে হইচইয়ের এই নতুন সিরিজ। এর মধ্যেই আবার দেবালয়ের আগামী কাজের খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে তিনি এবার হইচই নয়, বরং ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন OTT প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য এই সিরিজ বানাচ্ছেন। তবে এখনও গোটা বিষয়টার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু কানাঘুষোয় জানা গিয়েছে এই প্রজেক্টের মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসকে।
আরও পড়ুন: বিবাহিত জেনেও হীরের আংটি দিয়ে সৌরভকে প্রোপোজ ভক্তের! 'দাদা'র জন্মদিনে অজানা কথা ফাঁস করলেন অভিজিৎ
দেবালয়ের নতুন কাজ
আপাতত এই কাজের টাইটেল হাজার ছিয়াশির মা রাখা হয়েছে। জানা গিয়েছে মহাশ্বেতা দেবীর বই এবং গোবিন্দ নিহালনির ছবি হাজার চুরাশির মায়ের উপর ভিত্তি করে বানানো হচ্ছে এই সিরিজ যদিও জানা গিয়েছে পরর্বতীতে সিরিজের এই টাইটেল বদলে দেওয়া হতে পারে। এবং একই সঙ্গে যা আপডেট পাওয়া গিয়েছে সেই অনুযায়ী এখানে কোনও রকম নক্সাল আন্দোলনের কথা দেখানো হবে না। বরং উঠে আসবে মা ছেলের কথা, তাঁদের রসায়ন। গল্প খোদ দেবালয় লিখেছেন।
আরও পড়ুন: অনন্ত - রাধিকার গায়ে হলুদে সোনালি চুড়িদারে যেন রাজরানি নীতা আম্বানি, কেমন সাজলেন আকাশ, মুকেশরা?
আগামী মাস অর্থাৎ অগস্ট থেকে শুরু হতে পারে শ্যুটিং। রম্যদীপ সাহা থাকবেন ডিওপি হিসেবে। সংলাপ ভৌমিক থাকবেন এডিটর হিসেবে। অমিত চট্টোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন।
আরও পড়ুন: ট্রলি হয়ে গেল রথ! বিদেশে অদ্ভুত কায়দায় জগন্নাথ দেবের পুজো ইমনের, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত বিগত কিছুদিন ধরে ক্যামেলিয়া প্রোডাকশন হাউজ তাঁদের OTT প্ল্যাটফর্ম লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখানে একাধিক প্রজেক্ট আসতে চলেছে বলে জানা গিয়েছে যার মধ্যে অরিন্দম শীলের উনিশে এপ্রিল, জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এবং অনির্বাণ চক্রবর্তী অভিনীত পুলিশ কেন্দ্রিক ড্রামা, ইত্যাদি রয়েছে।