আরজি কাণ্ডের ঠিক পরপর টলিপাড়ায় 'মি টু'র অভিযোগে সরব হয়েছিলেন বহু অভিনেত্রী। এমনকি কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে। এরই মাঝে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।
ঠিক কী অভিযোগ অনন্য়া চট্টোপাধ্যায়ের?
তবে অনন্যার সঙ্গে এমন ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি, ঘটেছিল তাঁর কেরিয়ারের শুরুর দিকে। কিন্তু কী ঘটেছিল? টিভি9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা চট্টোপাধ্যায় জানান, তিনি যখন অভিনয় দুনিয়ায় পা রাখেন, তখন তাঁর বয়স ছিল খুবই কম। মাত্র ১৯ বছর। যদিও অভিনয় নিয়ে তাঁর যে খুব যে বেশি আগ্রহ ছিল তেমনটা নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে যে পরিচালকের সঙ্গে তিনি সেসময় কাজ করেছিলেন, তাঁকে সকলেই ভীষণ সম্মান করতেন। তবে অনন্যাকে ডেকে পাঠিয়েছিলেন প্রযোজক। অভিনেত্রী বিষয়টি তাঁর মাকে জানিয়ে প্রযোজকের সঙ্গে দেখা করতে যান।
অনন্যা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি যখন প্রযোজকের সঙ্গে দেখা করতে কনফারেন্স রুমে ঢোকেন, ঘর ছিল ফাঁকা। সেখানে কেউ ছিল না। অনন্যা বলেন, ‘উনি আমায় প্রশ্ন করেন তোমার vital statistics কত? (শরীরের মাপ বোঝাতে) আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উনি বলেন, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই।’
আরও পড়ুন-একহাতে ত্রিশূল, অপর হাতে ডমরু, 'মহাদেব'-এর বেশে সামনে এলেন 'কান্নাপ্পা' অক্ষয়
আরও পড়ুন-বিগ বস-১৮ ফাইনালে হাজির হলেও শ্যুটিং না করেই ফিরে যান অক্ষয়, কিন্তু কেন? মুখ খুললেন সলমন
এর উত্তরে কী বলেছিলেন অভিনেত্রী? অনন্যা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি বড় পরিচালক-প্রযোজক হয়েও যদি তাঁকে পর্দায় মানাবে কিনা না বেঝোন, তাহলে তাঁর পরিচালক হওয়াই উচিত নয়। আর এরপরই নাকি সেই পরিচালক রেগে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকেন, ‘তুমি জানো আমি কে? আমি অমুকের তমুকের সাইজ জানি।’
তবে অনন্যাও না জবাব দিয়ে যাওয়াপ পাত্রী নন, তিনি জানিয়েছিলেন, 'এই ঘর থেকে বের হওয়ার পর বুঝবেন আমি কে!' অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিষয়টি ইন্ডাস্ট্রির এক বিশ্বস্ত ব্যক্তিকে খুলে বলেছিলেন। তবে এরপরই বিষয়টি অনেকেই জেনে যান। পরে অবশ্য ওই পরিচালক-প্রযোজক ফোন করে অনন্যা ও তাঁর বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়া হয়।