সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অনন্যা গুহ। সেই স্কুলে পড়ার সময় থেকে অভিনয়ে হাতেখড়ি। নায়িকা-চরিত্রে কাজ না করলেও, পার্শ্বচরিত্র দিয়েই জয় করেছেন বাংলার দর্শকের মন। সঙ্গে বেশ জনপ্রিয় তাঁর ইউটিউব ভ্লগগুলোও। আর প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে মাখোমাখো রসায়ন তো আছেই!
দুই পরিবারই শিলমোহর দিয়েছে অনন্যা আর সুকান্তের প্রেমে। সুকান্তর কলকাতার ফ্ল্যাটে থাকা, বিভিন্ন ট্যুর, এমনকী, অনন্যার বাড়িতেও অবাধ যাতায়াত। তাই শেষমেশ নিয়েই নিলেন সিদ্ধান্ত। ভাবছেন সেটা কি? মঙ্গলবার ফেসবুকে এনগেজমেন্টের কথা ঘোষণা করলেন এই তারকা জুটি।
দেখা গেল, কখনো হেসে গড়িয়ে পড়ছেন, আবার কখনো লজ্জায় কথা যাচ্ছে জড়িয়ে। তবে ২০২৫ সালের জানুয়ারিতে যে আংটি বদল হবে সেটা স্পষ্ট করতে ভুললেন না।
আরও পড়ুন: ‘এ দেশে মা হওয়া যায় না’ বলে জড়ান বিতর্কে! শোভনকে নিয়ে তাহলে কোন পাহাড়ে সোহিনী
অনন্যার বয়স এখন মাত্র ২০। যদিও সুকান্ত অনেকটাই বড় প্রেমিকার থেকে। তবে বয়স নিয়ে একটু হলেও রাখঢাক রাখেন এই ইউটিউবার। তাই দুজনে এদিন ভিডিয়োতে স্পষ্ট করলেন, এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না! দেখুন তাঁদের এনগেজমেন্টের ঘোষণা-
আরও পড়ুন: ‘একা ঘরে অমায় অজ্ঞান করে…’! ১৬ বছরে কাস্টিং কাউচের শিকার রশমি দেশাই, এরপর কী হয়
সুকান্ত এই ভিডিয়োটি শেয়ার করে লিখলেন, ‘জীবনের একটা বড় খবর ভাগ করছি তোমাদের সঙ্গে আজ! অনেকেই হয়তো অপেক্ষা করছিলে এটার জন্য…’। মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ভিডিয়োটি ভাইরাল। ২২ হাজার মানুষ লাইক-লাভ রিয়্যাক্ট দিয়েছেন। কমেন্ট পড়েছে আড়াই হাজারের বেশি।
আরও পড়ুন: গতি ধীর হচ্ছে সিংঘম এগেইনের, ভুল ভুলাইয়া ৩-এর কি সেই হাল? কার্তিক না অজয়, ১২তম দিনে কে করল বাজিমাত
একজন মন্ব্য করেন, ‘এরকম নেচে নেচে দুজনে মিলে সারাটা জীবনও পার করে দিও।’ আরেকজন লিখলেন, ‘বিয়ের খবরটা দেখলে আরও বেশি খুশি হতাম। যাই হোক শুভেচ্ছা।’ অনন্যা আর সুকান্তের বন্ধু অভিনেতা সায়ক মন্তব্য করলেন, ‘হ্যাপি হ্যাপি হ্যাপি’।
কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি। এখনও অনন্যাকে অনেকেই চেনে মুন্নি নামে। এরপর তাঁকে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি-র চরিত্রে দেখা যায়। নজরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’। তাঁর শেষ কাজ ছিল নার্ভ সিরিজে।