1/5পুজোয় জমিয়ে সেজেছেন বাংলা ছোটপরদার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। পুজো লুকও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ ছানাবড় নেট-নাগরিকদের। হটনেসে কাবু করেছেন পুরুষ-অনুরাগীদের মন। টিভিতে শাড়ি পরা সেই মিষ্টি পিঙ্কিজির হট অবতার দেখে আপনিও এরকমই অবাক হবেন।
2/5এটা অনন্যার নবমীর লুক। সাদা শর্টস আর সাদা শার্টের সঙ্গে পরেছেন রঙিন ব্রালেট। পায়ে প্রিন্টেড স্নিকার্স। কানো বোহেমিয়ান দুল। সদ্য কেনা সবুজ গাড়িটির সঙ্গেই পোজ দিয়েছেন অনন্যা।
3/5কালো রঙের এই বডি হাগিং গাউনও অনন্যা পরেছেন চলতি বছরের পুজোতেই। ছবির সেক্স অ্যাপিল সত্যিই চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়াতেও খুব প্রশংসা পেয়েছে ছোট পরদার ‘মুন্নি’র এই লুক।
4/5ওয়ান শোল্ডার শর্ট ড্রেসটিতেও অনন্যাকে অসাধারণ সুন্দরী লাগছে। আসলে অনন্যা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। প্রায়ই নানারকমের পোশাকে ছবি পরে থাকেন। এই নিয়ে মাঝেমধ্যে খুব ট্রোলডও হন। আর মাঝেমধ্যে ট্রোলারদের মুখ বন্ধ করতে চাঁচাছোলা ভাষায় জবাবও দেন অভিনেত্রী।
5/5অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। এরপর তাঁর দেখা মেলে মিঠাইয়ের পিঙ্কিজি হিসেবে। খুব ভালোবাসা পাচ্ছে এই চরিত্র দর্শকদের থেকে। বয়সও কিন্তু খুব কম। গত বছরই পাশ করেছেন উচ্চমাধ্যমিক।