২৫ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান সারেন অনন্যা-সুকান্ত। সেদিন সকালে তাঁদের আশীর্বাদ হয়। হাতে গোনা কাছের কিছু বন্ধু-বান্ধব ও আত্মীয়দের নিয়ে এই অনুষ্ঠান সারেন তাঁরা। আর বিকেলে করেন আংটি বদল। টলিপাড়ার বহু তারকা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। আর বাগদান সেরেই এবার দিদির মঞ্চে অনন্যা গুহ। মাত্র ২১ বছরেই বাগদান সেরেছেন অভিনেত্রী। তাঁর বাগদানের কথা শুনে অবাক হয়ে যা বললেন রচনা!
আরও পড়ুন: চেনাই দায়! ওজন কমিয়ে চমক দিলেন সলমনের ‘সিকান্দর’-এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা
অনন্যাকে দেখে কী বললেন রচনা?
অনন্যা তাঁর মিনি ভ্লগের মাধ্যমে তাঁর রোজনামচা সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেই সূত্রের জানা গিয়েছিল তাঁকে খুব তাড়াতাড়ি 'দিদি নম্বর ১'-এর মঞ্চে দেখা যাবে। সেখান অনন্যা জানিয়েছিলেন বাগদানের পর 'দিদি নম্বর ১'-এর হাত ধরেই প্রথম কাজে ফিরছেন তিনি। আর শনিবার প্রকাশ্যে এল প্রোমো।
আরও পড়ুন: ‘নোজ জব’ নিয়ে ইব্রাহিমকে খোঁচা পাকিস্তানি সমালোচকের! একী উত্তর দিলেন সইফ-পুত্র?
সেখানে দেখা গিয়েছে অনন্যা শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়কে নিজের এনগেজমেন্টের আংটি দেখিয়ে বলছেন, ‘তোমার মঞ্চে এসেছি একদম এনগেজমেন্ট করে।’ আর তা দেখে বেশ অবাক হয়ে রচনা বলেন, ‘এত তাড়া…।’ আর তাঁর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন অনন্যা।
আরও পড়ুন: সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র 'আনন্দ কর' এবার ‘মৃত্যুঞ্জয়’! কবে আসছে ছবি?
অনন্যাকে বর্তমানে জি বাংলার মেগা 'মিত্তির বাড়ি'তে দেখা যাচ্ছে। তবে প্রোমোতে কেবল তাঁকে দেখা যায়নি। দেখা গিয়েছে দেবপ্রিয়া বসুকেও। তাঁকে কিছুদিন আগেই ‘অনুরাগের ছোঁয়া’ মেগায় সোনার চরিত্রে দেখা যাচ্ছিল। দেবপ্রিয়া হল জি বাংলার জনপ্রিয় মেগা ‘জয়ী’-খ্যাত অভিনেত্রী দেবাদৃতার বোন। 'দিদি নম্বর ১'-এর মঞ্চে দিদি দেবাদৃতার পরিচয় দিতে বেশ হয়ে যান রচনা। তারপর তাঁর থেকে জানতে চান দিদি কী শেখালো?' প্রশ্নে দেবপ্রিয়া রচনাকে উদ্দেশ্য করে বলেন, ‘এবার বলো-এর সময় দিদি তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলেছে।’
আরও পড়ুন: ছোট্ট অনীকের গানে মুগ্ধ! এবার দাদার ইন্টারভিউতে এসে সরগম শোনাল ২ বছরের ভাই..
তাছাড়াও দেখা গিয়েছে দেবপর্ণা চক্রবর্তীকে। তাঁর থেকে রচনা জানতে চান, ‘অভিনেত্রী দেবপর্ণা ১০০-এ ১০০, সংসারী দেবপর্ণা ১০০-এ কত?’ দেবপর্ণাকে বর্তমানে স্টার জলসার 'উড়ান' ধারাবাহিকে দেখা যাচ্ছে। তিনি ছাড়াও এই বিশেষ পর্বে হাজির হবেন অনন্যা সেনও। এই বিশেষ পর্ব মঙ্গলবার বিকেল ৪ঃ৩০-এ সম্প্রচারিত হবে।