পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান সমাজমাধ্যম প্রভাবী হিসাবেও আজকাল সমান জনপ্রিয়। নিজের রাঁধুনি দিলীপের সঙ্গে নেটিজেনদের নানান সুস্বাদু খাবার রাঁধতে শেখানে ফারহা। এবার ফারহা ও তাঁর রাঁধুনি পৌঁছছিলেন অনন্যা পান্ডের বাড়িতে। সেখানে ফারহা ও দিলীপ হাতে ধরে অনন্যাকে ফ্রায়েড রাইস রাঁধতে শেখালো।
ফারহার ইউটিউব চ্যানেলে ১৫ মিনিটের সেই ভিডিয়োয় ‘কল মি বে’ তারকাকে ফ্রায়েড রাইস রাঁধতে দেখে অবাক অনেকেই। কারণ গৃহকর্মে একদম নিপুণা নন চাঙ্কি কন্যা।
রান্না চলাকলীন, ফারাহ স্পষ্ট জানান বন্ধু চাঙ্কির বাড়ি এসে কখনও ভাল এককাপ চা কপালে জোটেনি। সবজি কাটতে, গ্যাস জ্বালাতে রীতিমতো নাকানি চোবানি খেলেন অনন্যা। তবে ফারাহ এবং দিলীপের সহায়তায় চিকেন ফ্রাইড রাইস রান্না করতে শেষমেশ সফল হল অনন্যা। শীঘ্রই, চাঙ্কি পান্ডে এবং তাঁর স্ত্রী ভাবনা পান্ডে এবং অনন্যার ঠাকুমা এরপর নায়িকার হাতের রান্নার স্বাদ নিতে হাজির হন।
মেয়ের রান্নার দক্ষতা দেখে অবাক হয়ে চাঙ্কি! শুরুতে তো তিনি বিশ্বাসই করেননি এই ফ্রায়েড রাইস অনন্যা নিজের হাতে রেঁধেছে। পরে মজা করে মেয়েকে প্রতিদিন সবার জন্য রান্না করতে বলেন। চাঙ্কি বুনো ওল হলে অনন্যা বাঘা তেঁতুল। স্পষ্ট জানান, ‘আমি রান্না করব, আগে বলো আমাকে কত টাকা মাইনে দেবে?’
অনন্যা পান্ডের অভিনয় কেরিয়ার
চাঙ্কি কন্যা কেরিয়ার শুরু করেছিলেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ দিয়ে। পরে তিনি খালি পিলি, গেহরাইয়াঁ, ড্রিম গার্ল ২ এবং খো গায়ে হাম কাহাঁ-র মতো ছবিতে অভিনয় করেছেন। তার প্রথম ওটিটির প্রোজেক্ট কল মি বে সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
কমেডি-ড্রামা সিরিজটি যৌথভাবে লিখেছেন ঈশিতা মৈত্র, সামিনা মোটলেকার এবং রোহিত নায়ার। এই সিরিজে দেখা মিলেছে মুসকান জাফেরি, গুরফতেহ পীরজাদা, নীহারিকা লিরা দত্ত, বরুণ সুদ, বিহান সামাত, বীর দাস, মিনি মাথুর, রিয়া সেন, সুচিত্রা পিল্লাই, সায়নী গুপ্তা, কারিশমা তান্না প্রমুখ। ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অধীনে করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র যৌথভাবে প্রযোজনা করেছেন কল মি বে।
অনন্যা পান্ডের আসন্ন প্রোজেক্ট
অনন্যাকে আগামীতে বিক্রমাদিত্য মোতওয়ানির থ্রিলার ছবি সিটিআরএল-এ দেখা যাবে। ছবিতে অভিনয় করেছেন দেবিকা বৎস, কামাক্ষী ভাট, সুচিতা ত্রিবেদী, সমিত গম্ভীর, রবীশ দেশাই এবং অপারশক্তি খুরানা। ২০২৪ সালের ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে CTRL (সিটিআরএল)।