এতদিন নানা জল্পনা চলছে, অবশেষে তাতে সিলমোহর দিলেন খোদ অনন্যা পাণ্ডে। করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তে দেখা যাবে তাঁকে। বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি। রণবীর সিংয়ের জন্মদিনের দিন, বৃহস্পতিবার করণ এবং রণবীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই ছবিটা যে উল্লিখিত ছবির সেটেই তোলা হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। ক্যামিও চরিত্রে থাকবেন অনন্যা পাণ্ডে।
অনন্যা বৃহস্পতিবার যে ছবিটি পোস্ট করেছিলেন সেখানে তাঁকে একটি লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে। করণ তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। আর রণবীর সেই মুহূর্তটি ফ্রেম বন্দি করেছেন। আর এই ছবি পোস্ট করতেই সবটা নিশ্চিত হয়ে গেল।
রকি অউর রানি কী প্রেম কাহানি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। সেখানে অনন্যাকে সেভাবে দেখানো না হলেও কেউ কেউ কিন্তু তাঁর এক ঝলক দেখতে পেয়েছিলেন। এবার সেই গুজব, জল্পনায় সিলমোহর পড়ে গেল। চাঙ্কি কন্যাকে সত্যিই দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার হাজির, দেখেই করণকে নিয়ে কী বললেন শাহরুখ
ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কখনই তাঁর ক্যামিওর কথা ঘোষণা করা হয়নি। সেটাকে সারপ্রাইজ হিসেবেই বোধহয় রাখতে চেয়েছিলেন ওঁরা। কিন্তু চাপা রাখতে চাইলেই কি রাখা যায়? ট্রেলারের ২.২৯ মিনিটে তাঁকে এক ঝলক রণবীরের পাশে নাচতে দেখা গিয়েছিল। অনেকেই সেভাবে খেয়াল করেননি। কারও কারও আবার চোখে এড়ায়নি। কিন্তু তিনি যে এখানে থাকছেন সেটা স্পষ্ট হয়ে গেল। তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন রণ, ওরফে রকি। তোমার আগামী খুব খুব খুব ভালো কাটুক।'

রণবীরকে শুভেচ্ছা অনন্যার
প্রসঙ্গত রকি অউর ‘রানি কী প্রেম কাহানি’ ছবিতে বাঙালি মেয়ে এবং পঞ্জাবি ছেলের প্রেম কাহিনি ফুটে উঠবে। এই ছবির হাত ধরেই ৬ বছর পরিচালনায় ফিরলেন করণ। শুধু তাই নয়, ‘গালি বয়’ ছবির পর আবার এই ছবিতে রণবীর আলিয়া জুটি বাঁধলেন। ফলে তাঁদের সবার কাছে যে এই ছবি বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে আলিয়ার মা বাবার চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে। সঙ্গে জয়া বচ্চন, শাবানা আজমি, প্রমুখ থাকবেন।
এছাড়া কানাঘুষোয় শোনা যাচ্ছে অনন্যা ছাড়াও এখানে বরুণ ধাওয়ান, সারা আলি খান, জাহ্নবী কাপুর প্রমুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। চলতি মাসের শেষেই মুক্তি পাচ্ছে এই ছবি।